গোপালগঞ্জের মুকসুদপুরে গলায় থাকা ওড়না ভ্যানের সঙ্গে পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামের মুন্সিবাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম আন্না বেগম (২০)। তিনি লোহাইড় গ্রামের সোহেল মুন্সির স্ত্রী।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, দুপুরে বনগ্রাম বাজার থেকে কেনাকাটা শেষ করে ব্যাটারিচালিত ভ্যানে চড়ে বাড়ি ফিরছিলেন আন্না। বাড়ি পৌঁছানোর কিছু আগে আন্নার গলার ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে গেলে তিনি রাস্তার ওপর আছড়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।