হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রী হলে ঢুকে হইচই করলেন ছাত্রলীগ নেতা 

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনের শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমে ধীর গতির অভিযোগ এনে শিক্ষকদের সঙ্গে ‘খারাপ আচরণের’ অভিযোগ উঠেছে এক  ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। ওই ছাত্রলীগ নেতার নাম এসএম রাকিব সিরাজী। তিনি ছাত্রলীগের কারিগরি বিষয়ক সম্পাদক। 

জানা গেছে, আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে ভর্তি কার্যক্রম চলছিল। তখন ভর্তি–ইচ্ছুকদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছিলেন দায়িত্বরত শিক্ষকেরা। একপর্যায়ে ভর্তি কার্যক্রম ধীর হয়ে গেলে সেখানে দীর্ঘ লাইন তৈরি হয়। এতে ক্ষেপে গিয়ে হলে প্রবেশ করে হইচই শুরু করেন ছাত্রলীগ নেতা রাকিব। তিনি শিক্ষকদের সঙ্গেও দুর্ব্যবহার করেন বলে শিক্ষকেরা অভিযোগ করেন।   

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছাত্রলীগের এক নেতা নিজের পরিচয় দিয়ে হইচই শুরু করেন। হলের শিক্ষার্থীরা ভয় পেয়ে যান। এমনকি যারা নতুন ভর্তি হতে এসেছেন তাঁরাও আতঙ্কিত হয়ে পড়েন। তিনি হয়তো একজন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী নিয়ে এসেছিলেন। কাজে দেরি হচ্ছে, ধীর গতি হচ্ছে—এমন অভিযোগ এনে তিনি হলে হইচই শুরু করেন। একপর্যায়ে হলের আবাসিক শিক্ষকদের সঙ্গেও তিনি তর্ক করেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক হলের এক আবাসিক শিক্ষক বলেন, ‘ভর্তি–ইচ্ছুকদের জন্য হলের কিছু কাজ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব কাজ এখনো ডিজিটালাইজেশনের আওতায় আসেনি। আমরা দিন–রাত পরিশ্রম করে মেয়দের জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু আজকে ভর্তি–ইচ্ছুকদের একটু চাপ বেশি ছিল। ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী খুবই খারাপ ব্যবহার করেছেন। হলের একাধিক আবাসিক শিক্ষক তখন উপস্থিত ছিলেন।’ 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এস এম রাকিব সিরাজী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার একজন আত্মীয় সকাল ৮টা থেকে অপেক্ষা করে দুপুর ১২টার সময়ও হলের কাজ শেষ করতে পারেননি। একটা অনিয়ম চলছে। আমি অনিয়মের প্রতিবাদ করেছি।’ 

সার্বিক বিষয়ে শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লাফিফা জামাল বলেন, ‘বিষয়টি শুনেছি, খুবই দুঃখজনক। শিক্ষার্থীদের কাছ থেকে আমরা সহনশীল আচরণ প্রত্যাশা করি।’

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার