অডিটর পদে দুই গ্রেডে বিদ্যমান বেতনবৈষম্য নিরসনের দাবিতে আজও রাজধানীর কাকরাইলে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষোভ করছেন কর্মকর্তাদের একাংশ। সোমবার সকাল থেকে আন্দোলনরত কর্মকর্তারা অডিট ভবনের সামনে অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান দিচ্ছেন।
ভবনের মূল ফটক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে বিক্ষোভকারীরা এক পাশে অবস্থান নেওয়ায় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়কে অবস্থান নিয়ে সিআইসির পদত্যাগ চেয়ে স্লোগান দিচ্ছেন কর্মকর্তারা। ভবনের প্রবেশ গেটে পুলিশ, সেনাবাহিনী, র্যাব মোতায়েন করা হয়েছে।
আন্দোলনরত কর্মকর্তাদের দাবি, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের অধীনে ১১তম গ্রেডে কর্মরত আড়াই হাজারের অধিক কর্মকর্তা রয়েছেন, যাঁরা দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত। আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করছে না। এরই মধ্যে পিটিশন দায়ের করা ৭৫২ জনের বেতন গত ১১ সেপ্টেম্বর বাড়ানো হয়। ফলে একই গ্রেডে থাকা সত্ত্বেও আড়াই হাজার অডিটর বেতনবৈষম্যের শিকার।
আরও পড়ুন—