হোম > সারা দেশ > ঢাকা

সর্বনিম্ন বেতন ২৭০০০ টাকা করার দাবি গণকর্মচারী ঐক্য পরিষদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সর্বনিম্ন বেতন ২৭ হাজার টাকা করা, ১০ ধাপে বেতন বাড়ানো, ৬০ শতাংশ বেতন বাড়ানো এবং নবম বেতন বোর্ড অবিলম্বে গঠনের আহ্বান জানিয়েছে গণকর্মচারী ঐক্য পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব চত্বরে কর্মচারী সমাবেশ ও মানববন্ধনে দাবিগুলো করা হয়েছে। 

বক্তারা বলেন, বর্তমানে নিত্যপণ্যের দাম লাগামহীন। এমন পরিস্থিতিতে নিম্ন-মধ্য আয়ের কর্মচারীদের জীবন সীমাহীন আর্থিক সংকটে পড়েছে। ৬০ শতাংশ মূল বেতন বাড়ানো, ১০ ধাপে বেতন নির্ধারণসহ পাঁচ দফা মেনে নিতে ১৫ লাখ গণকর্মচারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। সমাবেশ থেকে গণকর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়ক নোমানুজ্জামান আল আজাদ আগামী বাজেটে ৫ দফা দাবি পূরণ না হলে ১ জুলাই থেকে সারা দেশে কর্মচারী সমাবেশ, বিক্ষোভ কর্মসূচি এবং প্রয়োজনে লাগাতার গণকর্মবিরতি ঘোষণার হুঁশিয়ারি দেন। 

কর্মসূচিতে বক্তব্য দেন বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সমন্বয়ক কমরেড বাদল খান এবং জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কমরেড কামরুল আহসান। এ ছাড়া গণকর্মচারী ঐক্য পরিষদের নেতাদের মধ্যে বক্তব্য দেন বদরুল আলম সবুজ, নুরুন্নবী, মানিক মৃধা, আবুল হোসেন আহমেদ বাবু, আলমগীর হোসেন, কামরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, এমদাদুর রহমান, আসাদুজ্জামান পিয়াল, মনিরুল ইসলাম, ওয়াহিদুজ্জামান, রফিকুল ইসলাম মামুন, আবদুল আহাদ শিপন, শাহাদাত হোসেন বাবু, শাহ আলম, মোজাম্মেল হোসেন, মনির হোসেন বাবু, শেখ রাসেল, মজিবুর রহমান, আনোয়ার হোসেন, দৌলতজ্জা খান, মোহাম্মদ আলী, তাপস কুমার সাহা, মজিবুর রহমান, বেলাল হোসেন, মানিক মিয়া এম. এ আউয়াল, জাহাঙ্গীর হোসেন, আরিফুল ইসলাম, মোফাজ্জেল হোসেন, কামাল হোসেন শিকদার, নাজমা আক্তার, লিপি আক্তার, রুবিয়া ইয়াসমিন, খাদিজা বেগম, সনিয়া আক্তার, হেলেনা বেগম, আবুল হোসেন, আলী আকবর, মো. আসলাম আলী প্রমুখ। 

ঐক্য পরিষদের সমন্বয়ক মো. সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে গণকর্মচারী ঐক্য পরিষদের সদস্যসচিব, বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির মহাসচিব মো. ছালজার রহমান ৫ দফা দাবি উপস্থাপন করেন।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা