হোম > সারা দেশ > ঢাকা

আহত জবি শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে উপাচার্য

জবি সংবাদদাতা 

কোটা সংস্কার আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী আল আমিনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। আজ বৃহস্পতিবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষার্থীর সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ–খবর নেন তিনি। 

এ সময় হাসপাতালে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পরিচালক (পিআরআইপি) মো. তানভীর আহসান ও পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) ড. মো. আব্দুল মালেকসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘আহত শিক্ষার্থী আল আমিনের উন্নত চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তার চিকিৎসার সব ব্যয়ভার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করছে।’ 

তিনি আরও বলেন, ‘পাশাপাশি আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের একটি তালিকা করেছি। সে তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের আর্থিকসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে। আমি শিক্ষার্থীদের বলতে চাই, অভিভাবক হিসেবে সব সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তোমাদের পাশে আছে।’

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১