হোম > সারা দেশ > ঢাকা

আহত জবি শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে উপাচার্য

জবি সংবাদদাতা 

কোটা সংস্কার আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী আল আমিনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। আজ বৃহস্পতিবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষার্থীর সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ–খবর নেন তিনি। 

এ সময় হাসপাতালে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পরিচালক (পিআরআইপি) মো. তানভীর আহসান ও পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) ড. মো. আব্দুল মালেকসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘আহত শিক্ষার্থী আল আমিনের উন্নত চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তার চিকিৎসার সব ব্যয়ভার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করছে।’ 

তিনি আরও বলেন, ‘পাশাপাশি আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের একটি তালিকা করেছি। সে তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের আর্থিকসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে। আমি শিক্ষার্থীদের বলতে চাই, অভিভাবক হিসেবে সব সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তোমাদের পাশে আছে।’

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে