হোম > সারা দেশ > ঢাকা

আহত জবি শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে উপাচার্য

জবি সংবাদদাতা 

কোটা সংস্কার আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী আল আমিনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। আজ বৃহস্পতিবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষার্থীর সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ–খবর নেন তিনি। 

এ সময় হাসপাতালে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পরিচালক (পিআরআইপি) মো. তানভীর আহসান ও পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) ড. মো. আব্দুল মালেকসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘আহত শিক্ষার্থী আল আমিনের উন্নত চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তার চিকিৎসার সব ব্যয়ভার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করছে।’ 

তিনি আরও বলেন, ‘পাশাপাশি আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের একটি তালিকা করেছি। সে তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের আর্থিকসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে। আমি শিক্ষার্থীদের বলতে চাই, অভিভাবক হিসেবে সব সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তোমাদের পাশে আছে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট