হোম > সারা দেশ > ঢাকা

অক্টোবরে ধর্ষণের শিকার ৬২ শিশুসহ ৯১ নারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের অক্টোবর মাসে ৩৭১ জন নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার হয়েছে। যাদের মধ্যে ৬২ শিশুসহ ৯১ জনকে ধর্ষণ করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যাশিশু নির্যাতন বিষয়ক মাসিক প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়। ১৩টি জাতীয় দৈনিক থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে ১৩ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে এর মধ্যে ১২ জন কন্যাশিশু। ৬ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে এর মধ্যে ৫ জন কন্যাশিশু। ২ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১৩ জন এবং এর মধ্যে ৬ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। 

শারীরিক নির্যাতনের শিকার হয়েছে মোট ২১ জন এর মধ্যে ২ জনই কন্যাশিশু। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৪ জন এবং এর মধ্যে ১ জন কন্যাশিশু। ১ জন নারী মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। এ ছাড়া ১ জন গৃহকর্মীর হত্যার ঘটনা ঘটেছে। 

এর বাইরেও বিভিন্ন কারণে ৭ জন কন্যাশিশুসহ ৫৩ জনকে হত্যা করা হয়েছে। ১০ জন কন্যাশিশুসহ ১২ জন অপহরণের শিকার হয়েছেন। জোরপূর্বক বিয়ের ঘটনা ঘটেছে ১ টি। ২ জন কন্যাশিশুসহ সাইবার অপরাধের শিকার হয়েছে ৩ জন। বাল্যবিয়ের ঘটনা ঘটেছে ২ টি। বাল্যবিবাহ চেষ্টার ঘটনা ঘটেছে ১৩টি। এ ছাড়া ১ জন কন্যাশিশুসহ ৯ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। 

মহিলা পরিষদের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ৮ জন কন্যাশিশুসহ ২৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১০ জন কন্যাশিশুসহ ২৯ জন আত্মহত্যার করেছেন এবং এর মধ্যে ৩ জন কন্যাশিশুসহ ৫ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন।

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব