হোম > সারা দেশ > ঢাকা

অক্টোবরে ধর্ষণের শিকার ৬২ শিশুসহ ৯১ নারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের অক্টোবর মাসে ৩৭১ জন নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার হয়েছে। যাদের মধ্যে ৬২ শিশুসহ ৯১ জনকে ধর্ষণ করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যাশিশু নির্যাতন বিষয়ক মাসিক প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়। ১৩টি জাতীয় দৈনিক থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে ১৩ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে এর মধ্যে ১২ জন কন্যাশিশু। ৬ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে এর মধ্যে ৫ জন কন্যাশিশু। ২ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১৩ জন এবং এর মধ্যে ৬ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। 

শারীরিক নির্যাতনের শিকার হয়েছে মোট ২১ জন এর মধ্যে ২ জনই কন্যাশিশু। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৪ জন এবং এর মধ্যে ১ জন কন্যাশিশু। ১ জন নারী মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। এ ছাড়া ১ জন গৃহকর্মীর হত্যার ঘটনা ঘটেছে। 

এর বাইরেও বিভিন্ন কারণে ৭ জন কন্যাশিশুসহ ৫৩ জনকে হত্যা করা হয়েছে। ১০ জন কন্যাশিশুসহ ১২ জন অপহরণের শিকার হয়েছেন। জোরপূর্বক বিয়ের ঘটনা ঘটেছে ১ টি। ২ জন কন্যাশিশুসহ সাইবার অপরাধের শিকার হয়েছে ৩ জন। বাল্যবিয়ের ঘটনা ঘটেছে ২ টি। বাল্যবিবাহ চেষ্টার ঘটনা ঘটেছে ১৩টি। এ ছাড়া ১ জন কন্যাশিশুসহ ৯ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। 

মহিলা পরিষদের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ৮ জন কন্যাশিশুসহ ২৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১০ জন কন্যাশিশুসহ ২৯ জন আত্মহত্যার করেছেন এবং এর মধ্যে ৩ জন কন্যাশিশুসহ ৫ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন