হোম > সারা দেশ > ঢাকা

এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ করলেন তিতাস গ্যাসের কর্মকর্তারা

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় গ্যাস সরবরাহ লাইনে স্বয়ংক্রিয় সুরক্ষা যন্ত্র (চেক ভাল্ব) স্থাপন করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পড়েছেন তিতাস গ্যাসের কর্মকর্তারা। বৈধ-অবৈধ সব গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, স্থানীয় লোকজন মসজিদের মাইকে এমন ঘোষণা দিয়ে ঘটনাস্থলে জড়ো হন। পরে এলাকাবাসীর বাধার মুখে কার্যক্রম বন্ধ করতে বাধ্য হন কর্মকর্তারা।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা হাস পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আজ গ্যাস সঞ্চালন লাইনে চেক ভাল্ব স্থাপন করতে যান তিতাস গ্যাস কর্তৃপক্ষের লোকজন। তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-সংলগ্ন মর্নিং সান হাইওয়ে হোটেলের পশ্চিম পাশে একটি জায়গায় চেক ভাল্ব স্থাপনের জন্য মাটি অপসারণ করতে শুরু করেন। এ সময় স্থানীয়দের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে, তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই এলাকার বৈধ ও অবৈধ সব গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে।

বেলা ৩টার দিকে স্থানীয় একটি মসজিদের মাইকে তিতাসের এ কার্যক্রম বন্ধ করতে স্থানীয়দের এগিয়ে এসে প্রতিরোধ করতে ঘোষণা দেওয়া হয়। এ ঘটনার পর গ্রামের কয়েক শ মানুষ ওই স্থানে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের উপস্থিতিতেই তিতাসের লোকজনের ওপর চড়াও হন স্থানীয়রা। একপর্যায়ে তোপের মুখে বাধ্য হয়ে তিতাসের লোকজন তাঁদের কার্যক্রম বন্ধ রেখে চলে যান।

তিতাস গ্যাসের মেঘনা আঞ্চলিক বিপণন কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ‘আমরা চেক ভাল্ব স্থাপন করতে গিয়েছিলাম। মূলত একটি স্বয়ংক্রিয় সুরক্ষা ডিভাইস (যন্ত্র)। এর মাধ্যমে একটি নির্দিষ্ট এলাকার গ্যাস-সংযোগ বন্ধ করা, গ্যাসের প্রবাহ একটি নির্দিষ্ট দিকে রাখাসহ অনেক রকমের কাজ করা যায়। পুরো গজারিয়া উপজেলার অন্তত চারটি স্থানে এ রকম চেক ভাল্ব স্থাপনের পরিকল্পনা গ্রহণ করি আমরা। এটি ছিল প্রথম।’

বিপণন কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আরও বলেন, ‘এ কাজের জন্য গোটা গজারিয়ায় আজ সকাল থেকে বিকেল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। অন্যদিকে যে এলাকায় চেক ভাল্ব স্থাপন করা হচ্ছে, পুরো প্রক্রিয়া শেষ করতে আমাদের তিন দিনের মতো সময় লাগত। সে জন্য ওই এলাকার গ্যাস-সংযোগ বন্ধ রাখা হয়েছে। তবে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের তিতাস কর্মকর্তাদের বিরুদ্ধে উসকে দেওয়া হয়। গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করলেও স্থানীয়দের বাধায় কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়।’

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে