হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা উত্তরে ডেঙ্গু আক্রান্তের হার নিম্নমুখী: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তরে ডেঙ্গু আক্রান্তের হার নিম্নমুখী বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, সচেতনতামূলক কর্মসূচির কারণে মানুষ অনেক সচেতন হয়েছে, ডিএনসিসি এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক কমে এসেছে, আক্রান্তের হারও নিম্নমুখী রয়েছে। 

শনিবার (১৪ আগস্ট) রাজধানীর মধুবাগ এলাকায় বাসা বাড়িতে অভিযান শেষে ডিএনসিসি মেয়র সাংবাদিকদের এ কথা বলেন। আতিকুল ইসলাম বলেন, ‘মধুবাগে ডেঙ্গু রোগী বেশি পাওয়া যাচ্ছে এমন তথ্য পেয়ে এসেছি। তবে আনন্দের বিষয় ২০ বাসাতে আমরা গিয়েছি। কিন্তু কোন বাসায় মশার লার্ভা পাইনি। আমাদের কর্মসূচির কারণে মানুষ অনেক সচেতন হয়েছে।’ 

সুস্বাস্থ্যের জন্য মশক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘স্কুল, কলেজ, কল্যাণ সমিতি, মসজিদ কমিটি, সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে আমাদের কর্মসূচি এগিয়ে নিতে হবে। ঘরে ঘরে ছড়িয়ে দিতে চাই, ‘তিন দিনে একদিন জমা পানি পেলে দিন।’ স্লোগান তুলতে হবে, ‘শনিবার ১০টায় ১০ মিনিট নিজের আঙিনা পরিষ্কার করুন।’ 

আতিকুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গতকাল ঢাকায় ২১০ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে উত্তর সিটিতে আমরা পেয়েছি ৩২ জন রোগী। ২১০ জন রোগীর মধ্যে ডিএনসিসিতে কেন ৩২ জন হবে। আমরা আরও কমাতে পারবো না কেন। একজন ডেঙ্গু রোগীও আমরা প্রত্যাশা করি না। আমি ছয় তলা সাত তলায় উঠছি, অনেক ভবনে লিফট নেই। প্রত্যেক কাউন্সিলররা ও এমন কর্মসূচি পরিচালনা করতে পারেন। এটা কিন্তু শেষ সিজন না। সারা বছর ব্যাপী আমাদের কর্মসূচি চলবে।' 

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার