হোম > সারা দেশ > গাজীপুর

বিনা মূল্যে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন যুবলীগ নেতা দীপ

প্রতিনিধি, গাজীপুর

হটলাইনে ফোন করলেই করোনা আক্রান্ত রোগীর বাড়িতে বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন গাজীপুর মহানগরের যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম দীপ। গত ৭ জুলাই থেকে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মানবিক এ কার্যক্রম চালু করেছেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক। 
অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার পাশাপাশি করোনা মহামারির শুরু থেকেই বিপর্যস্ত মানুষের জন্য ত্রাণ ও খাদ্য সহায়তাও দিয়ে যাচ্ছেন দীপ।

এ কাজে তাঁর সঙ্গে রয়েছে স্থানীয় যুবলীগ কর্মীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী টিম। দিন হোক কিংবা রাত–হটলাইনে ফোন পেলেই মোটরসাইকেলে করে সিলিন্ডার নিয়ে স্বেচ্ছাসেবীরা পৌঁছে যাচ্ছেন রোগীর বাড়িতে। গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের যে কোনো এলাকার বাসিন্দাদের জন্য সার্বক্ষণিকভাবে এ সেবা চালু থাকবে।
 
তৌহিদুল ইসলাম দীপ জানান, করোনা সংক্রমণের বর্তমান প্রেক্ষাপটে আক্রান্ত রোগীদের জন্য জরুরিভিত্তিক অক্সিজেন সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। আবার চাইলেই সবার পক্ষে নিজস্ব উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করাও সম্ভব নয়। এমন পরিস্থিতি বিবেচনায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে গাজীপুর মহানগর যুবলীগের নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে ‘ফ্রি অক্সিজেন সেবা’ কার্যক্রম চালু করা হয়েছে। নগরীর ৫৭টি ওয়ার্ডের যে কোনো এলাকার বাসিন্দারা যে কোনো সময়ে হটলাইনে কল দিলেই স্বেচ্ছাসেবী টিম রোগীর বাড়িতে গিয়ে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে।

বিনা মূল্যে অক্সিজেন সেবা পেতে ফোন দিতে হবে এই নম্বরে–০১৭১৩৬০৪৯০৪।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১