নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে। গতকাল মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বিচারিক আদালতের রায়সহ প্রয়োজনীয় নথিপত্র এসেছে।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম।
এর আগে গত ১৭ মে মাগুরার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ মামলার রায় দেন। রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
এ ছাড়া মামলার অন্য আসামিরা-শিশুর বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগমকে খালাস দেন।