হোম > সারা দেশ > ঢাকা

রায়ে সন্তুষ্ট আবরারের সহপাঠীরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বুয়েটের শিক্ষার্থী ও আবরারের সহপাঠীরা। তবে এ রায় যেন পরবর্তী সময়ে বহাল রেখে দ্রুত কার্যকর করা হয়, তার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। 

আজ বুধবার আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। রায়ের পর বুয়েট ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করে।

রায়ের বিষয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ার তামিম বলেন, `আদালতের ওপর আমাদের আস্থা রয়েছে। আদালত যে রায় দিয়েছেন, তাতে আমরা সন্তুষ্ট। তবে আপিল বিভাগেও যেন এ রায় কার্যকর থাকে। দ্রুত এ রায় কার্যকর হবে সেই আশা রাখছি।'

নাম প্রকাশে অনিচ্ছুক নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, `এ রায় প্রত্যাশিত। আমরা আমাদের আশানুরূপ রায় পেয়েছি। এ রায়ের মাধ্যমে একটি দৃষ্টান্ত সৃষ্টি হবে। যাতে পরে কেউ এ ধরনের ন্যক্কারজনক কাজ না করে।' 

নাম প্রকাশে অনিচ্ছুক বুয়েটের আরেক শিক্ষার্থী বলেন, `রায়ের সন্তুষ্টির বিষয়টি আবরারের পরিবারের ওপরও নির্ভর করছে। যে মায়ের কোল খালি হয়েছে, তাঁর সন্তুষ্টির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা রায়ে সন্তুষ্ট, তবে আবরারের পরিবার এ রায়ে অসন্তুষ্ট হয়ে যদি আপিল করে, তাহলে আমরা সব সময় তাদের পক্ষে থাকব।'

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট