হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে নারী পোশাককর্মীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পুবাইল থানার করমতলা পশ্চিমপাড়া এলাকায় আজ রোববার সকালে এক নারী পোশাককর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর স্বামী পলাতক রয়েছেন। পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে খুন করে বাইরে থেকে ঘর তালাবদ্ধ করে স্বামী পালিয়ে গেছেন বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।

নিহতের নাম নাজমা খাতুন (৩৫)। তিনি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার পাকুরতলা গ্রামের মাসুদ আলীর মেয়ে। পলাতক স্বামীর নাম ফারুক। তাঁরা করমতলা পশ্চিমপাড়া এলাকায় রিপন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। দুজনেই সাতখোয়া এলাকায় নেক্সট কম্পোজিট নামক একটি কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।

পুবাইল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, নাজমা বেগমের এটি ছিল দ্বিতীয় বিয়ে। তাঁর আগের সংসারে একটি ১০ বছরের মেয়ে রয়েছে। আগের স্বামী মারা যাওয়ার পর তিনি কারখানায় কাজ শুরু করেন। কর্মসূত্রে পরিচয় হয় ফারুকের সঙ্গে। সেই সূত্রে দুই বছর আগে ফারুকের সঙ্গে নাজমার বিয়ে হয়। নাজমার মেয়ে নানাবাড়িতে থাকে। বিয়ের পর থেকে তাঁরা পুবাইল থানার করমতলা পশ্চিমপাড়া এলাকায় রিপন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, নাজমার দিনমজুর বাবা শনিবার বিকেল থেকে ফোন করে মেয়েকে পাচ্ছিলেন না। ভেবেছিলেন মেয়ে হয়তো ডিউটিতে আছেন। তাই ফোন ধরছেন না। আজ রোববার সকালেও ফোন না ধরায় তিনি মেয়ের খোঁজ নিতে ভাড়া বাসায় এসে দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে মেয়েকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তিনি পুলিশে খবর দেন। সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

ওসি জাহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে গত শুক্রবার বিকেল থেকে শনিবার সকালের মধ্যে কোনো এক সময় ফারুক তাঁর স্ত্রী নাজমার মাথায় আঘাত করেন এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে বাইরে থেকে ঘরের দরজায় তালা দিয়ে পালিয়ে যান। সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। নাজমার স্বামীকে আটকের চেষ্টা চলছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির