হোম > সারা দেশ > ঢাকা

নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। সড়কগুলোতে প্রায় কোনো বাধাবিপত্তি ছাড়াই যানবাহনগুলো ছুটে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। 

রোববার সকাল থেকেই নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচলের স্বাভাবিক চিত্র দেখা যায়। ভোরের দিকে মহাসড়কে গাড়ির কিছুটা আধিক্য থাকলেও মহাসড়কগুলো এখন অনেকটাই ফাঁকা। পাশাপাশি আবদুল্লাহপুর-বাইপাইল সড়কেও গাড়ির চাপ স্বাভাবিকের চেয়েও কম দেখা গেছে। 

এর আগে গতকাল সাভার শিল্পাঞ্চলের বাকি পোশাক কারখানায় ঈদের ছুটি শুরু হলে লাখ লাখ পোশাকশ্রমিক একযোগে সড়কে নেমে এলে সড়কে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ সৃষ্টি হয়। একপর্যায়ে গাজীপুরের চন্দ্রা দিয়ে উত্তরবঙ্গের দিকে যাতায়াতকারী যানবাহন ধীরগতির ফলে রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়, পরে ভোরের দিকে মহাসড়কে যানবাহনের চাপ কমে যায়। বর্তমানে নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলছে। এ ছাড়া মহাসড়কগুলোতে যাত্রীদের সংখ্যায় কম দেখা গেছে। 

তবে বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীর আশায় বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যাত্রী কম থাকায় বাসের আসন ভর্তি হতেও প্রচুর সময় লাগছে। 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘কালকে যাত্রী অনেক বেশি ছিল, সে কারণে বাড়তি চাপ তো থাকবেই। তবে মধ্যরাত থেকেই চাপ কমে এসেছে। আমরা এখনো সড়কেই দায়িত্ব পালন করে যাচ্ছি। আজ রাস্তা প্রায় ফাঁকা। সড়কে কোথাও যানজট নেই। স্বাভাবিকের তুলনায়ও কম গাড়ি চলছে সড়কে।’ 

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন