হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতু দেখে মুগ্ধ ভুটানের রাজা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। আজ বুধবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন। পদ্মা সেতু পরিদর্শনে মুগ্ধ হন ভুটানের রাজা।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জাকির হোসেন বলেন, ‘আজ সকাল ৯টা ১০ মিনিট তিনিসহ পদ্মা সেতুর মাওয়া টোল ঘরে আসেন ভুটানের রাজা। এরপর পদ্মা সেতু পরিদর্শন করে জাজিরা সার্ভিস এরিয়ায় গিয়ে বসেন। এরপর বিশ্রাম ও আলোচনা শেষে ১০টা ৩৫ মিনিটের দিকে পদ্মা সেতু ত্যাগ করেন এবং নারায়ণগঞ্জ যান।’

এরপর নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে যান। পরে বিকেল ৪টার দিকে রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ চার দিনের সফরে বাংলাদেশে আসেন ভুটানের এ রাজা। সফর শেষে তিনি ২৮ মার্চ বুড়িমারী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে বিদায় নেবেন। তবে ভুটানের রাজার সফরসঙ্গীদের একাংশ ২৭ মার্চ বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে বিদায় নেবে বলে জান গেছে। এর আগে ২০১৩ সালে বাংলাদেশ সফর করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন