হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতু দেখে মুগ্ধ ভুটানের রাজা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। আজ বুধবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন। পদ্মা সেতু পরিদর্শনে মুগ্ধ হন ভুটানের রাজা।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জাকির হোসেন বলেন, ‘আজ সকাল ৯টা ১০ মিনিট তিনিসহ পদ্মা সেতুর মাওয়া টোল ঘরে আসেন ভুটানের রাজা। এরপর পদ্মা সেতু পরিদর্শন করে জাজিরা সার্ভিস এরিয়ায় গিয়ে বসেন। এরপর বিশ্রাম ও আলোচনা শেষে ১০টা ৩৫ মিনিটের দিকে পদ্মা সেতু ত্যাগ করেন এবং নারায়ণগঞ্জ যান।’

এরপর নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে যান। পরে বিকেল ৪টার দিকে রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ চার দিনের সফরে বাংলাদেশে আসেন ভুটানের এ রাজা। সফর শেষে তিনি ২৮ মার্চ বুড়িমারী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে বিদায় নেবেন। তবে ভুটানের রাজার সফরসঙ্গীদের একাংশ ২৭ মার্চ বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে বিদায় নেবে বলে জান গেছে। এর আগে ২০১৩ সালে বাংলাদেশ সফর করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য