হোম > সারা দেশ > ঢাকা

পৃথিবীর এমন কোনো শক্তি নাই নির্বাচন ঠেকাবে: সালমান এফ রহমান

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, দেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তা ঠেকাতে পারে। বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার। দেশে নির্বাচন সময়মতো হয়ে যাবে।

আজ বৃহস্পবিার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সরকারি নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতা-কর্মীদের উদ্দেশে সালমান এফ রহমান বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত-নির্বিশেষে নৌকা মার্কার জন্য মাঠে কাজ করতে হবে। প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের খোঁজ নিতে হবে। যুক্তি দেখিয়ে সরকারের নানা উন্নয়নের কর্মকাণ্ডের কথা বলে ভোটারের মন জয় করতে হবে। আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগের ভোট চাইলে কাজ হবে না। যারা আমাদের বিরোধী তাদের কাছে গিয়ে ভোট চাইতে হবে।’

তিনি বলেন, ‘ভোটের আগেই আমাদের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আওয়ামী লীগ ও  সব সহযোগী সংগঠনের সঙ্গে কোনো ধরনের ঠেলা ধাক্কা না হয়, তার জন্য একটি সুশৃঙ্খল কেন্দ্রভিত্তিক পরিচালনা কমিটি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষ মিলে ৩০০ কর্মী নিয়োগ করা হয়েছে। এতে করে প্রত্যেকটি ভোটারের কাছে অল্প সময়ে যাওয়া সম্ভব।

এর আগে সকালে সালমান এফ রহমান একই স্থানে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
 
সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত।
 
নবাবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান শিকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সহসভাপতি ও নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মো. জালাল উদ্দিন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক ব্যাপারী।

উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনার কলি পুতুল, কেন্দ্রীয় কমিটির যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন আক্তার নিপা, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবন্য, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
 
এর আগে সকালে এমপি সভাস্থলে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করেন নবাবগঞ্জ থানা-পুলিশের একটি দল। উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, দোহার সার্কেল এএসপি আশলাফুল আলম, ওসি সিরাজুল ইসলাম শেখ।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি