হোম > সারা দেশ > ঢাকা

দুলাভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল শ্যালকেরও

প্রতিনিধি, সাভার

সাভারে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে সাভারের ভাকুর্তা এলাকার চাইরাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন সাভারের চাইরাবাড়ি এলাকার ওসমান গণির ছেলে সোহেল চৌধুরী ও একই এলাকার বাবুল হোসেনের ছেলে সোহেল রানা। 

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভাকুর্তা পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে অব্যবহৃত সেপটিক ট্যাংক খুলে পরিষ্কার করতে নিচে নামেন দুলাভাই মো. সোহেল রানা। ট্যাংকের ভেতর থেকে অস্বাভাবিক আওয়াজ শুনতে পান শ্যালক সোহেল চৌধুরী। পরে ট্যাংকের ভেতরে নেমে রশি ধরে দুলাভাইকে তুলতে গেলে সোহেলও ট্যাংকের মধ্যে পড়ে যান। এ সময় পরিবারের লোকজন জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

সাভার থানাধীন ভাকুর্তা পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. শাহ আলম বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তবে পরিবার ময়নাতদন্ত করতে রাজি না হওয়ার আবেদন করলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট