হোম > সারা দেশ > ঢাকা

দুলাভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল শ্যালকেরও

প্রতিনিধি, সাভার

সাভারে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে সাভারের ভাকুর্তা এলাকার চাইরাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন সাভারের চাইরাবাড়ি এলাকার ওসমান গণির ছেলে সোহেল চৌধুরী ও একই এলাকার বাবুল হোসেনের ছেলে সোহেল রানা। 

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভাকুর্তা পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে অব্যবহৃত সেপটিক ট্যাংক খুলে পরিষ্কার করতে নিচে নামেন দুলাভাই মো. সোহেল রানা। ট্যাংকের ভেতর থেকে অস্বাভাবিক আওয়াজ শুনতে পান শ্যালক সোহেল চৌধুরী। পরে ট্যাংকের ভেতরে নেমে রশি ধরে দুলাভাইকে তুলতে গেলে সোহেলও ট্যাংকের মধ্যে পড়ে যান। এ সময় পরিবারের লোকজন জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

সাভার থানাধীন ভাকুর্তা পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. শাহ আলম বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তবে পরিবার ময়নাতদন্ত করতে রাজি না হওয়ার আবেদন করলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব