হোম > সারা দেশ > ঢাকা

ডিএনসিসি দলীয় রাজনীতির প্রভাবমুক্ত থাকবে: প্রশাসক এজাজ

আজকের পত্রিকা ডেস্ক­

সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তারা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) দলীয় রাজনীতির প্রভাবমুক্ত থাকবে বলে জানিয়েছেন ডিএনসিসির নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ এজাজ। প্রশাসক হিসেবে পরিবেশ, স্বাস্থ্য ও জলাবদ্ধতাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নিজের কাজ শুরু করতে চান বলেও জানান তিনি।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ডিএনসিসির হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘ঢাকার প্রতিদিনের লড়াই খুব কাছ থেকে জানি। এখানে আমাদের ফুসফুসে বিশুদ্ধ বাতাসের বদলে জমে কালো ধোঁয়া আর ধুলা। শহরে খেলার মাঠ থাকলেও, খেলার সুযোগ নেই। বর্জ্য ব্যবস্থাপনা বা বিশুদ্ধ পানির মতো সাধারণ প্রয়োজনীয় জিনিস এখনো হয়ে আছে বিলাসিতা, অথচ এগুলো আমাদের অধিকার। শহরের অর্ধেক জনসংখ্যা নারী, কিন্তু শহর পরিকল্পনায় তারা উপেক্ষিত। নেই শিশুদের জন্যও নিরাপদ এবং উপযুক্ত শহর গড়ার পরিকল্পনা।’

এজাজ বলেন, ‘ঢাকাকে একটি বাসযোগ্য শহর করতে আমাদের নিশ্চিত করতে হবে, পরিবেশ যেন ভালো থাকে, বাতাস যেন বিশুদ্ধ হয়, নদী-খালগুলো যেন বাঁচে এবং সবার জন্য যেন উন্মুক্ত জায়গা থাকে, যেখানে শিশুরা খেলতে পারে ও মানুষ হাঁটতে-বসতে পারে।’

ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ডিএনসিসির প্রশাসক।

ব্যানার-পোস্টার অপসারণের বিষয়ে তিনি বলেন, রাজপথ থেকে ব্যানার-পোস্টার অপসারণ করা হবে। পিভিসিও অ্যালাউ করা হবে না। দেয়ালে দেয়ালে আঁকা জুলাই গ্রাফিতি রক্ষা করা হবে। পোস্টার-ব্যানার লাগালে জরিমানা করা হবে।

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা