হোম > সারা দেশ > নরসিংদী

৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

চার ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদীর শ্রীনিধি-মেথিকান্দা রেলওয়ে স্টেশনে মাঝামাঝি মালবাহী ট্রেনের দুই চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন বগিটি উদ্ধার করে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মেথিকান্দা রেলওয়ে স্টেশন মাস্টার রেজওয়ান আহমেদ। 

রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রেন ভৈরব স্টেশন অতিক্রম করে শ্রীনিধি-মেথিকান্দা স্টেশনের মাঝামাঝি রায়পুরা উপজেলার চান্দেরকান্দি এলাকায় মালবাহী কনটেইনার ট্রেনের ২ চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের মাঝামাঝি একটি বগির সামনের এক জোড়া চাকা বাম পাশে লাইনচ্যুত হয়। চাকা দুটোর বিকট শব্দ করে ট্রেন থেমে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে সন্ধ্যা ৬টায় আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগিটি উদ্ধার করে। 
 
মেথিকান্দা রেলস্টেশনের সিগনাল মেইনটেইনার মাজিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সামনের কন্টেইনারগুলো মেথিকান্দা স্টেশনে রাখা হয়েছে। পেছনের কন্টেইনারগুলো ভৈরব স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। শুধু ক্ষতিগ্রস্ত কন্টেইনারটি পড়ে আছে। 

মেথিকান্দা রেলওয়ে স্টেশন মাস্টার রেজওয়ান আহমেদ বলেন, ‘আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে সন্ধ্যা নাগাদ ট্রেনটি উদ্ধার করে। ক্ষতিগ্রস্ত কন্টেইনারটি মেথিকান্দা রেলস্টেশনে রাখা হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু