হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডায় বাস চাপায় নারীর মৃত্যু, সহকর্মীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বাড্ডায় প্রগতি সরণিতে আকাশ পরিবহনের একটি বাসের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ারের বিপরীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই কোম্পানির কর্মীরা রাস্তায় অবরোধ করেন। 

নিহতের নাম তাসলিম জাহান আইরিন (২৪)। তিনি নেক্সট ভেনচার নামে একটি আর্থিক তথ্যপ্রযুক্তি কোম্পানির কর্মী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান। 

মো. জিয়াউর রহমান জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট বাসটিকে জব্দ করেছে পুলিশ। তবে চালক ও হেলপারকে খুঁজে পাননি তাঁরা। ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিহতের সহকর্মীরা। এতে বাড্ডা থেকে মালিবাগ আসা ও যাওয়ার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং পরে যান চলাচল স্বাভাবিক হয়। 

এ বিষয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সকালে বাড্ডায় আকাশ পরিবহনের চাপায় এক নারী নিহত হয়েছেন। এ সময় বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’ তিনি বলেন, ‘দুর্ঘটনার পর ওই কোম্পানির কর্মীরা রাস্তা অবরোধ করেন। তাঁদের অনেকেই রাস্তা ছেড়ে এখন চলে গেছেন। যান চলাচল আবার স্বাভাবিক হয়েছে।’ 

দুর্ঘটনার পর নিহত তাসলিম জাহানের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার