হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডায় বাস চাপায় নারীর মৃত্যু, সহকর্মীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বাড্ডায় প্রগতি সরণিতে আকাশ পরিবহনের একটি বাসের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ারের বিপরীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই কোম্পানির কর্মীরা রাস্তায় অবরোধ করেন। 

নিহতের নাম তাসলিম জাহান আইরিন (২৪)। তিনি নেক্সট ভেনচার নামে একটি আর্থিক তথ্যপ্রযুক্তি কোম্পানির কর্মী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান। 

মো. জিয়াউর রহমান জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট বাসটিকে জব্দ করেছে পুলিশ। তবে চালক ও হেলপারকে খুঁজে পাননি তাঁরা। ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিহতের সহকর্মীরা। এতে বাড্ডা থেকে মালিবাগ আসা ও যাওয়ার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং পরে যান চলাচল স্বাভাবিক হয়। 

এ বিষয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সকালে বাড্ডায় আকাশ পরিবহনের চাপায় এক নারী নিহত হয়েছেন। এ সময় বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’ তিনি বলেন, ‘দুর্ঘটনার পর ওই কোম্পানির কর্মীরা রাস্তা অবরোধ করেন। তাঁদের অনেকেই রাস্তা ছেড়ে এখন চলে গেছেন। যান চলাচল আবার স্বাভাবিক হয়েছে।’ 

দুর্ঘটনার পর নিহত তাসলিম জাহানের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে