ডাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কেউ পার পাবে না বলে মন্তব্য করেছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ। আজ বুধবার সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নেন জবাবে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে সংবাদ সম্মেলন করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।
ফরহাদ বলেন, ‘আগামি ৯ সেপ্টেম্বরে, ঠিক সময়েই ডাকসু নির্বাচন হবে। আমরা আশঙ্কা দেখছিনা, তবে ষড়যন্ত্র হতে পারে। ষড়যন্ত্র করলে সকল শিক্ষার্থী সেটি প্রতিহত করবে, কেউ পার পাবে না।’