মহামারির ভয়াল দুর্যোগেও সাংবাদিকেরা হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতন অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। সরকারের নতুন আইনের পাশাপাশি প্রজাতন্ত্রের কর্মচারীরাও সাংবাদিক নির্যাতন করছেন।
বুধবার (২৫ আগস্ট) বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত বক্তারা এসব কথা বলেন। সংবাদ প্রকাশের ঘটনায় চট্টগ্রামের আদালতে সাংবাদিক সাইদুর রহমান রিমনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে তাঁরা এ সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকের ওপর রাষ্ট্রীয় লোক কীভাবে মামলা করে, তা জানতে চাই। সরকারের উদ্দেশে তাঁরা বলেন, আপনারা যদি আপনাদের স্তম্ভ টিকিয়ে রাখতে চান, তবে এসব বন্ধ করুন। চতুর্থ স্তম্ভের বিরুদ্ধে এসব মামলা দেওয়া চলবে না।
সাংবাদিকেরা বলন, সাইদুর রহমান রিমন নিজের জন্য কোনো সাম্রাজ্য তৈরি করেন নাই। একজন দুর্বৃত্তের বিরুদ্ধে যা করা দরকার, তা-ই করেছেন তিনি। সমাবেশে সাংবাদিক রিমনের ওপর থেকে এই মামলা প্রত্যাহার করার দাবি জানিয়ে রাষ্ট্র, প্রশাসন ও বিচার বিভাগের প্রতি অনুরোধ জানান তাঁরা।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএমএসএফের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সাংবাদিক নেতা লায়েকুজ্জামান লায়েক, ঢাকা জেলা উত্তরের বিএমএসএফের সভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।