হোম > সারা দেশ > গাজীপুর

জুলাই ছাত্র আন্দোলনের মামলায় অধ্যক্ষ গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

আলাউদ্দিন মিয়া। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা হত্যা মামলায় শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে টঙ্গীর কলেজগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের কাছে গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম আলাউদ্দিন মিয়া। তিনি টঙ্গীর পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন ‘স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ)’ গাজীপুর জেলা শাখার সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।

আজ বিকেলে র‍্যাব-১-এর সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, হত্যাচেষ্টার অভিযোগে উত্তরা পূর্ব থানায় একটি ও পশ্চিম থানায় আরও একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর র‍্যাব কার্যালয়ে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ রাতে তাঁকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তরের পর পুলিশ তাঁকে আদালতে পাঠাবে।

গ্রেপ্তারের পর আলাউদ্দিন মিয়া বলেন, ‘আমি কখনো ছাত্রদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিরোধিতা করিনি। জুলাই ছাত্র আন্দোলনে যোগ দেওয়ায় কোনো ছাত্রকে হয়রানি করিনি। আর ছাত্রহত্যার বিষয়ে আমার কোনো সম্পৃক্ত ছিল না। বিএনপি নেতা জিএস স্বপন আমার কাছে টাকা চেয়েছিলেন। আমি দিতে রাজি হইনি। তাই দুটি মামলায় আমাকে আসামি করা হয়েছে।’

টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে আলাউদ্দিন মিয়াকে র‍্যাবের একটি দল গ্রেপ্তার করেছে। টঙ্গী পশ্চিম থানায় তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। তাঁকে র‍্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল