হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

থানার ভেতরে শটগান থেকে মিসফায়ার, কনস্টেবল আহত 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় এক পুলিশ কনস্টেবলের মিসফায়ারে আরেক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় আহত পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবলের নাম টিপু সুলতান (৫০)।

অন্যদিকে মিসফায়ার করা কনস্টেবলের নাম বাবুল। তবে রাবার বুলেট বিদ্ধ হওয়ায় তাঁর অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে থানার পুলিশ।

থানার সূত্র জানায়, সকালে ডিউটিতে যাওয়ার আগে কনস্টেবল বাবুল তাঁর শটগান পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ সেটি মিসফায়ার হয়। এতে পাশে দাঁড়িয়ে থাকা টিপু সুলতানের গায়ে রাবার বুলেট বিদ্ধ হয়। আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢামেকে নিয়ে যাওয়া হয়। বেলা ১১টায় তাঁকে ঢামেকের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত পুলিশ সদস্যের অবস্থা গুরুতর নয়। রাবার বুলেটে আহত হয়েছিলেন। তাঁকে পুনরায় নিজ কর্মস্থলে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ‘মিসফায়ারে আমাদের এক সদস্য আহত হয়েছেন। তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।’

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ