হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

থানার ভেতরে শটগান থেকে মিসফায়ার, কনস্টেবল আহত 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় এক পুলিশ কনস্টেবলের মিসফায়ারে আরেক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় আহত পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবলের নাম টিপু সুলতান (৫০)।

অন্যদিকে মিসফায়ার করা কনস্টেবলের নাম বাবুল। তবে রাবার বুলেট বিদ্ধ হওয়ায় তাঁর অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে থানার পুলিশ।

থানার সূত্র জানায়, সকালে ডিউটিতে যাওয়ার আগে কনস্টেবল বাবুল তাঁর শটগান পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ সেটি মিসফায়ার হয়। এতে পাশে দাঁড়িয়ে থাকা টিপু সুলতানের গায়ে রাবার বুলেট বিদ্ধ হয়। আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢামেকে নিয়ে যাওয়া হয়। বেলা ১১টায় তাঁকে ঢামেকের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত পুলিশ সদস্যের অবস্থা গুরুতর নয়। রাবার বুলেটে আহত হয়েছিলেন। তাঁকে পুনরায় নিজ কর্মস্থলে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ‘মিসফায়ারে আমাদের এক সদস্য আহত হয়েছেন। তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।’

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ