হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

থানার ভেতরে শটগান থেকে মিসফায়ার, কনস্টেবল আহত 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় এক পুলিশ কনস্টেবলের মিসফায়ারে আরেক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় আহত পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবলের নাম টিপু সুলতান (৫০)।

অন্যদিকে মিসফায়ার করা কনস্টেবলের নাম বাবুল। তবে রাবার বুলেট বিদ্ধ হওয়ায় তাঁর অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে থানার পুলিশ।

থানার সূত্র জানায়, সকালে ডিউটিতে যাওয়ার আগে কনস্টেবল বাবুল তাঁর শটগান পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ সেটি মিসফায়ার হয়। এতে পাশে দাঁড়িয়ে থাকা টিপু সুলতানের গায়ে রাবার বুলেট বিদ্ধ হয়। আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢামেকে নিয়ে যাওয়া হয়। বেলা ১১টায় তাঁকে ঢামেকের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত পুলিশ সদস্যের অবস্থা গুরুতর নয়। রাবার বুলেটে আহত হয়েছিলেন। তাঁকে পুনরায় নিজ কর্মস্থলে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ‘মিসফায়ারে আমাদের এক সদস্য আহত হয়েছেন। তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু