হোম > সারা দেশ > ঢাকা

মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলবের মোহনপুর পর্যটন কেন্দ্রসংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে চাঁদপুরের কোস্টগার্ড। আজ রোববার সকালে সুষ্মিত সাহা (১৬) নামের ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়। আজ দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ২৩ ফেব্রুয়ারি মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে ঘুরতে আসে নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে দশম শ্রেণির দুই শিক্ষার্থী সাঁতার কম জানায় নদীতে ডুবে যায়। তাৎক্ষণিক অন্য শিক্ষার্থীরা ডুবে যাওয়া শাহরিয়ার ইশতিয়াক শামসকে (১৬) উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সুষ্মিত সাহা নামে ওপর শিক্ষার্থী নিখোঁজ হয়। নিখোঁজ হওয়া শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখে চাঁদপুরের কোস্টগার্ড। আজ সকাল সাড়ে ৮টায় মোহনপুর পর্যটন কেন্দ্রের সামনে মেঘনা নদী থেকে সুষ্মিত সাহার মৃতদেহ উদ্ধার করে।

পরবর্তী কার্যক্রমের জন্য মৃতদেহটি মোহনপুর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ডের ওই কর্মকর্তা নিশ্চিত করেন। 

মোহনপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, নিহতের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি