হোম > সারা দেশ > ঢাকা

মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলবের মোহনপুর পর্যটন কেন্দ্রসংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে চাঁদপুরের কোস্টগার্ড। আজ রোববার সকালে সুষ্মিত সাহা (১৬) নামের ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়। আজ দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ২৩ ফেব্রুয়ারি মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে ঘুরতে আসে নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে দশম শ্রেণির দুই শিক্ষার্থী সাঁতার কম জানায় নদীতে ডুবে যায়। তাৎক্ষণিক অন্য শিক্ষার্থীরা ডুবে যাওয়া শাহরিয়ার ইশতিয়াক শামসকে (১৬) উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সুষ্মিত সাহা নামে ওপর শিক্ষার্থী নিখোঁজ হয়। নিখোঁজ হওয়া শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখে চাঁদপুরের কোস্টগার্ড। আজ সকাল সাড়ে ৮টায় মোহনপুর পর্যটন কেন্দ্রের সামনে মেঘনা নদী থেকে সুষ্মিত সাহার মৃতদেহ উদ্ধার করে।

পরবর্তী কার্যক্রমের জন্য মৃতদেহটি মোহনপুর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ডের ওই কর্মকর্তা নিশ্চিত করেন। 

মোহনপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, নিহতের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট