হোম > সারা দেশ > মাদারীপুর

বাংলাবাজার ঘাট: ফেরিতে নেই যাত্রী চাপ, লঞ্চ চলাচল স্বাভাবিক

প্রতিনিধি

শিবচর (মাদারীপুর): গত সোমবার থেকে লঞ্চ চলাচল শুরু হওয়ায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের ফেরিঘাটের চিত্র বদলে গেছে। যাত্রীদের কোন চাপ নেই ফেরিতে। এমনকি যানবাহনের জন্য ঘাটে অপেক্ষাও করতে হচ্ছে ফেরিকে।

মঙ্গলবার (২৫ মে) সকালে এমন চিত্র দেখা গেছে শিবচরের বাংলাবাজার ফেরিঘাটে। বাংলাবাজারে চারটি ফেরিঘাট চালু রয়েছে। চলাচল করছে ১৬টি ফেরি। ফেরিঘাট এলাকার গত কয়েক দিনের যে দুর্ভোগ ছিল তা দূর হয়েছে। ফেরিতে যাত্রী তেমন পার না হওয়ায় পণ্যবাহী ট্রাক ও ছোট যানবাহন সহজেই পারাপার করা যাচ্ছে বলে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, লঞ্চ চলাচল শুরু করায় নৌরুটে ফেরিতে যাত্রীদের চাপ কমে গেছে। যাত্রীরা লঞ্চে পদ্মা পার হচ্ছে। গত সোমবার ভোর থেকেই ফেরিতে সাধারণ যাত্রীদের কোন ভিড় নেই। তবে পণ্যবাহী ট্রাক ও যানবাহন স্বাভাবিকভাবেই পার হচ্ছে। ঘাট এলাকায় যানবাহনের কোন জটলা নেই।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ঈদের ১২ তম দিনেও ঢাকাগামী যাত্রীদের যথেষ্ট চাপ রয়েছে শিবচরের বাংলাবাজার ঘাটে। তবে লঞ্চ চলাচল শুরু করায় যাত্রীদের ভোগান্তি কমেছে অনেকটাই। ফেরির পরিবর্তে বেশির ভাগ যাত্রী লঞ্চেই পার হচ্ছেন।

এদিকে নৌরুটের লঞ্চে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পারাপার করা হচ্ছে। এতে করে যাত্রীদের কিছুটা সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘাটে। যাত্রী কম নেওয়ায় ভাড়া বাড়ানো হয়েছে। বর্তমানে ৫৫ টাকা করে যাত্রী প্রতি ভাড়া নেওয়া হচ্ছে। এর আগে ভাড়া ছিল ৩৫ টাকা।

লঞ্চ ঘাট সূত্র জানা গেছে, ভোর ছয়টা থেকে লঞ্চ চলছে। যাত্রীদের এখনো চাপ রয়েছে। বিশেষ করে নারী ও শিশুযাত্রীদের চাপ বেশি দেখা যাচ্ছে। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী হলেই ছেড়ে দিচ্ছে লঞ্চ। মঙ্গলবার আবহাওয়া ঠান্ডা থাকায় ঘাটে যাত্রীদের দুর্ভোগ কম। তবে হালকা বাতাস থাকায় মাঝপদ্মা কিছুটা উত্তাল রয়েছে।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাটে যাত্রীদের চাপ থাকলেও কোন ভোগান্তি নেই। নিয়ম মেনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ঘাট থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চ।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির