হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় আগুনে এক শিশুর মর্মান্তিক মৃত্যু 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে আসবাবসহ চারটি ঘর পুড়ে গেছে। এ সময় হামিম মিয়া নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত শিশু হামিম (২) ওই এলাকার সৌদি প্রবাসী শফিকুল ইসলামের ছেলে। আগুন লাগার সময় শিশুটি ঘরে একা ঘুমিয়ে ছিল বলে জানান তাঁর স্বজনরা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রবাসী শফিকুল ইসলামের ঘরে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে তার তিন ভাইয়ের ঘরে। এই সময় ঘরে একা ঘুমিয়ে ছিল শিশু হামিম। ঘটনার সময় নিহত শিশুর মা তানিয়া বেগম বড় ছেলেকে নিয়ে বাড়ির বাইরে ছিলেন।

এদিকে আগুন লাগার খবর স্থানীয় একটি মসজিদের মাইকে প্রচার করা হয়। পরে এলাকাবাসী এগিয়ে আসলে বেলা ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ঘরে থাকা আসবাবের সঙ্গে আগুনে মৃত্যু হয় শিশুটির।

নিহত শিশুর মা তানিয়া বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘হামিমকে একা ঘরে ঘুম পাড়িয়ে বড় ছেলেকে নিয়ে বাড়ির বাইরে যাই। এর কিছুক্ষণ পরে খবর পাই ঘরে আগুন লেগেছে। এসে দেখি আগুনে পুড়ে আমার হামিম মারা গেছে।’

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) বাপ্পি কবিরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে শিশুটির পুরো শরীর পুড়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু