হোম > সারা দেশ > ঢাকা

ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয়রা অংশ নিলেই সিটি করপোরেশন সফল হবে: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণ-অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ডিএসসিসি পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে। ছবি: ডিএসসিসি ফেসবুক পেজ

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান স্মরণে জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে। আজ শনিবার (১৯ জুলাই) ডিএসসিসি অঞ্চল-৬-এর ৭৪ নম্বর ও ৭৫ নম্বর ওয়ার্ডে (নন্দীপাড়া-নাসিরাবাদ এলাকা) এ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

সকাল ৬টায় শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগের ৬ শতাধিক কর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। সে সময় ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার ও মশার ওষুধ দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় বাসিন্দা ও বিডি ক্লিন সদস্যদের অংশগ্রহণে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

অভিযানের সময় সাংবাদিকদের ব্রিফ করেন সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। তিনি বলেন, ‘আমরা যদি নিজ আঙিনা পরিষ্কার রাখি, যত্রতত্র ময়লা না ফেলি তাহলে সিটি করপোরেশনের কাজ সহজ হয়ে যায়। জনগণের অভ্যাস পরিবর্তনের মাধ্যমে পরিচ্ছন্ন নগর ও দেশ গড়া সম্ভব।’

দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ‘নাগরিকদের দুয়ারে দুয়ারে এসেছি স্থানীয় বাসিন্দাদের সচেতন ও সম্পৃক্ত করতে।’

শাহজাহান মিয়া আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয়রা অংশগ্রহণ করলেই সিটি করপোরেশন সফল হবে। এ ছাড়া নবগঠিত ওয়ার্ডগুলোর অবকাঠামোগত উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রশাসক।

পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, সব বিভাগীয় প্রধান ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে