হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

হত্যা মামলায় সাবেক মেয়র আইভী ২ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডা. সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। একই আদালতে ফতুল্লার সাঈদ হত্যাচেষ্টা মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ। শুনানি শেষে আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন আদালত। বুধবার (১৮ জুন) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দীন কাদিরের আদালত এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সজল হত্যা মামলায় আইভী হুকুমের আসামি। তাঁকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলে আশা করছি।’

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানিয়েছেন, এ দুটি মামলার এজাহারে আইভীর সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। এ মামলা দুটিতে আইভীর বিরুদ্ধে কোনো ধারায় অভিযোগের বর্ণনা বা তার সম্পৃক্ততা নেই। একটি মামলায় রিমান্ড নামঞ্জুর ও জামিনের আবেদন এবং অপর মামলায় আইভীর জামিনের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে একটি মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগ এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চারটি ও ফতুল্লা থানায় একটি মামলা রয়েছে, যার মধ্যে তিনটি হত্যা মামলা।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি