হোম > সারা দেশ > ঢাকা

৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১০ দফা দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার কর্মবিরতি (ধর্মঘট) প্রত্যাহার করেছে বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাংক লরি, প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। আজ রোববার রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। 

ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে ওসমান বলেন, ‘রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মন্ত্রী আমাদের দাবি মেনে নেওয়ায় ৪৮ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’

গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৭ ও ২৮ সেপ্টেম্বর ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছিল সংগঠনটি।

তাদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে—ট্রাকচালক লিটন ও আবু তালেব প্রামাণিকসহ সব পরিবহন শ্রমিক হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা; সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় মামলা প্রত্যাহার; তদন্ত না করে এই ধারায় মামলা করা যাবে না; জটিলতা নিরসন করে ড্রাইভিং লাইসেন্স দেওয়া; পণ্য পরিবহনের সময় মালপত্র চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে জরুরি কার্যকর ব্যবস্থা নেওয়া; মহাসড়কে কাগজপত্র পরীক্ষার নামে পুলিশি হয়রানি, চাঁদাবাজি বন্ধ করা; মালিক-শ্রমিক পরিষদের নির্দেশনা অনুযায়ী পরিচালনা ব্যয় ও বাস সার্ভিস চার্জ আদায়ের সুযোগ দেওয়া; বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি করার উদ্যোগ বাতিল এবং প্রত্যেক জেলায় আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ট্রাক ও বাস টার্মিনাল নির্মাণ ত্বরান্বিত করা।

এর আগে ১৫ দফা দাবিতে গত ১৮ সেপ্টেম্বর ৭২ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছিল বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন। গত ২১ থেকে ২৩ সেপ্টেম্বর পরিবহন ধর্মঘট চলার কথা থাকলেও ২০ সেপ্টেম্বর  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে সে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন সংগঠনটির নেতারা।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা