হোম > সারা দেশ > ঢাকা

দুর্নীতিবাজদের কালো হাত ভেঙে দিতে হবে: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাইকোর্ট বলেছেন, দুর্নীতিবাজদের কালো হাত ভেঙে দিতে হবে। আমরা দুর্নীতির বিরুদ্ধে খুবই কঠোর। দুর্নীতি হালকাভাবে দেখার সুযোগ নেই। ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে ৪ কোটি টাকা লুটের ঘটনায় কর্মকর্তা রিফাতুল হকের জামিন শুনানিকালে আজ সোমবার হাইকোর্ট এসব কথা বলেন।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চে এ শুনানি হয়। আদালত জামিন না দিয়ে এই সংক্রান্ত রুল খারিজ করে দেন। 

ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে প্রায় ৪ কোটি টাকা লোপাটের ঘটনায় ব্যাংকটির দুই কর্মকর্তাকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার পর রিফাতুল হক এবং এমরান আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। 

শুনানিতে ব্যাংকের ভল্টের টাকা কীভাবে উধাও হলো-এমন প্রশ্ন তুলে আদালত বলে, ব্যাংকের ভল্টে রাখা টাকা যায় কীভাবে। তাদের ধরতে হবে। ব্যাংককে কঠোর হতে হবে। এসময় রিফাতুল হকের আইনজীবী বলেন, তার কাছে চাবি ছিলনা। চাবি ম্যানেজারের কাছে ছিল। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ঢাকা ব্যাংকের ওই ঘটনা মিডিয়াতেও এসেছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেন, রিফাতুল নিজে স্বীকার করেছে সে লোভের বশবর্তী হয়ে এই টাকা সরিয়েছে।

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা