হোম > সারা দেশ > ঢাকা

কার্জন হল কেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল মারলেন ছাত্রলীগ নেতা-কর্মীরা

ঢাবি প্রতিনিধি

ভোটের শেষের দিকে ঢাকা-৮ আসনে (রমনা-মতিঝিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল কেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল মেরেছেন ছাত্রলীগের নেতা-কর্মী। তবে ছাত্রলীগের নেতা-কর্মীদের নাম পরিচয় পাওয়া যায়নি। আজ বিকেল সাড়ে ৩ টার দিকে কার্জন হল কেন্দ্রে এ ঘটনা ঘটে। নৌকায় সিল মারার একটি ভিডিও ফুটেজ আজকের পত্রিকার হাতে এসেছে। 

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে কেন্দ্রে প্রবেশ করে কোনো ধরণের কার্ড না নিয়ে উপর্যুপরি নৌকায় সিল মারেন। তবে তাদের কেউ বাধা দেওয়ার সাহস করেননি। কেন সিল মারছেন জানতে চাইলে ছাত্রলীগ নেতা-কর্মীরা তেড়ে আসেন বলে জানান একাধিক প্রত্যক্ষদর্শী। 

প্রত্যক্ষদর্শীরার আরও বলেন, ঘটনার সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও ছিল। কিন্তু তাদেরকেও ভয়ভীতি দেখায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রবিউল ইসলাম কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। তবে উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে নিজের অসহায়ত্বের কথা স্বীকার করেছেন বলে জানান একাধিক গণমাধ্যম কর্মী।

কেন্দ্রের তথ্যমতে, ওই কেন্দ্রে মোট ২ হাজার ৪৭৯ জন ভোটারের বিপরীতে ভোট পড়েছে ৪৫৩টি, ৯টি ভোট বাতিল হয়েছে। নৌকা পেয়েছে ৪৩২ ভোট, মিনার ৪, সোনালী আঁশ ১, আম ১, লাঙল ৫ ও কবুতর পেয়েছে ১ ভোট।

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা