হোম > সারা দেশ > ঢাকা

কার্জন হল কেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল মারলেন ছাত্রলীগ নেতা-কর্মীরা

ঢাবি প্রতিনিধি

ভোটের শেষের দিকে ঢাকা-৮ আসনে (রমনা-মতিঝিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল কেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল মেরেছেন ছাত্রলীগের নেতা-কর্মী। তবে ছাত্রলীগের নেতা-কর্মীদের নাম পরিচয় পাওয়া যায়নি। আজ বিকেল সাড়ে ৩ টার দিকে কার্জন হল কেন্দ্রে এ ঘটনা ঘটে। নৌকায় সিল মারার একটি ভিডিও ফুটেজ আজকের পত্রিকার হাতে এসেছে। 

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে কেন্দ্রে প্রবেশ করে কোনো ধরণের কার্ড না নিয়ে উপর্যুপরি নৌকায় সিল মারেন। তবে তাদের কেউ বাধা দেওয়ার সাহস করেননি। কেন সিল মারছেন জানতে চাইলে ছাত্রলীগ নেতা-কর্মীরা তেড়ে আসেন বলে জানান একাধিক প্রত্যক্ষদর্শী। 

প্রত্যক্ষদর্শীরার আরও বলেন, ঘটনার সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও ছিল। কিন্তু তাদেরকেও ভয়ভীতি দেখায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রবিউল ইসলাম কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। তবে উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে নিজের অসহায়ত্বের কথা স্বীকার করেছেন বলে জানান একাধিক গণমাধ্যম কর্মী।

কেন্দ্রের তথ্যমতে, ওই কেন্দ্রে মোট ২ হাজার ৪৭৯ জন ভোটারের বিপরীতে ভোট পড়েছে ৪৫৩টি, ৯টি ভোট বাতিল হয়েছে। নৌকা পেয়েছে ৪৩২ ভোট, মিনার ৪, সোনালী আঁশ ১, আম ১, লাঙল ৫ ও কবুতর পেয়েছে ১ ভোট।

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই