হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এমপি শম্ভুর বাড়ি, জমি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর চেম্বার, বাড়ি ও জমি ক্রোক এবং ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের উপসহপরিচালক খাইরুল হাসান আজ আদালতে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বরগুনা সদরের চেম্বার, বাড়ি, বরগুনার আমতলী, তালতলি ও বড় নিশানবাড়িয়ায় মোট ১০ একর ৩৯ শতাংশ জমি এবং রাজধানীর আফতাবনগরে ৫ কাঠা জমি ক্রোকের আবেদন করেন। এসব সম্পদের মূল্য ২ কোটি ৩৭ লাখ টাকা।

এ ছাড়া সাবেক এই সংসদ সদস্যের ১৬টি ব্যাংক হিসাবে থাকা ৫ কোটি ৩৪ লাখ ১৭ হাজার ৫৭ টাকা অবরুদ্ধের আবেদন করা হয়।

দুদকের আবেদনে বলা হয়, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের অনুসন্ধানকালে দুদক জানতে পারে, তিনি তাঁর স্থাবর-অস্থাবর সম্পদ অন্যত্র বিক্রি, হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। এ কারণে তাঁর স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের নির্দেশ দেওয়া একান্ত প্রয়োজন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজধানীর উত্তরা এলাকা থেকে গত ১১ নভেম্বর গ্রেপ্তার করা হয় ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে। অভ্যুত্থানকে কেন্দ্র করে সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা হয়।

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২