হোম > সারা দেশ > ঢাকা

সিসা বারে ইন্টারনেট ব্যবসায়ীকে হত্যার পেছনে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব: র‍্যাব

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

বনানীর সিসা লাউঞ্জে হত্যাকাণ্ডে দুই অভিযুক্তকে গ্রেপ্তার নিয়ে র‍্যাবের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বনানীতে সিসা বারে ইন্টারনেট ব্যবসায়ীকে হত্যার পেছনে রয়েছে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উত্তরার র‍্যাব-১ কার্যালয়ে আজ শনিবার বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বীর সঙ্গে মাকসুদুর রহমান হামজা (২৬) ও মো. মুন্নার (২৭) দ্বন্দ্ব দীর্ঘদিনের। তাঁরা থ্রি সিক্সটি সিসা লাউঞ্জ নামে এই সিসা বারে নিয়মিত যাতায়াত করতেন। আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরেই রাহাতকে তাঁরা ছুরিকাঘাতে হত্যা করেন।

এর আগে কুমিল্লার বরুড়া উপজেলার গামরুয়া এলাকা থেকে গতকাল শুক্রবার মাকসুদুর রহমান ও মুন্নাকে যৌথ অভিযানে গ্রেপ্তার করে র‍্যাব-১ ও র‍্যাব-১১।

মাকসুদুর রহমান কুমিল্লার দেবিদ্বার উপজেলার গাংটিয়ারা বিল্লাল মেম্বারবাড়ির আব্দুল আল মামুন মোল্লার ছেলে। মুন্না রাজধানীর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকার আব্দুল ওহিদের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘ঘটনার দিন রাহাত হোসেন রাব্বী ও তাঁর বন্ধু নুরুল ইসলাম খোকন সিসা লাউঞ্জে যান। চতুর্থ তলা থেকে সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় নামার সময় রাব্বীর পথ রোধ করে দাঁড়ান মুন্না ও হামজা। রাহাত চিনতে পেরে বলেন, ‘মুন্না, তুই এ সময় এখানে কেন?’ এর পরই রাহাতের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান মুন্না ও হামজা। একপর্যায়ে মুন্না পাঞ্জাবির পকেট থেকে চাকু বের করে রাহাতকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। আশপাশের লোকজন রাহাতকে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয় এবং আসামিদের ওপর নজরদারি অব্যাহত রাখা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় মুন্না ও হামজাকে কুমিল্লা থেকে র‍্যাব-১১-এর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোড এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।’

এই হত্যার পেছনের কারণ প্রসঙ্গে লেফটেন্যান্ট কর্নেল আশিক বলেন, ‘মুন্না ও হামজাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাহাতের সঙ্গে তাঁরা দীর্ঘদিন যাবৎ বনানী সিসা লাউঞ্জে আসা-যাওয়া করেন। আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল। গত ১৪ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রাহাত মুন্নাকে সিসা লাউঞ্জ থেকে বেরিয়ে যেতে বলেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার সূত্রপাত হয়। এরপর তাঁরা রাহাতকে ছুরিকাঘাত করে হত্যা করেন।’

গ্রেপ্তারকৃতদের বনানী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

উল্লেখ্য, রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কের ১০০ নম্বর বাসার থ্রি সিক্সটি সিসা লাউঞ্জে গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) ইন্টারনেট ব্যবসায়ী রাহাতকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার পরদিন তাঁর বাবা রবিউল আওয়াল বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত