হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে আগুন, স্ট্রোক করে স্ত্রীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের বাজিতপুরে আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের সংবাদে স্ট্রোক করে তাঁর স্ত্রী আকলিমা বেগমের (৬৭) মৃত্যুর অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার উপজেলার হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ভুক্তভোগীর ছেলে প্রকৌশলী আবুল হায়াত শাহেনশাদ। তিনি বলেন, ‘ঘটনার সময় আমার মা পাশের মুরগির ফার্মে ছিলেন। তখন ঘরের জানালা ভেঙে ভেতরে কেরোসিন ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে রুমে থাকা এসি বিস্ফোরণ হলে আশপাশের মানুষ ছুটে আসেন। এ সময় মা চিৎকার করে দৌড় দিলে পড়ে যান।

এর কিছুক্ষণ পর তিনি বিষয়টি নিতে না পেরে স্ট্রোক করেন। পরে তাঁকে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রকৌশলী আবুল হায়াত বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি আমাদের বাড়ির গেট ভাঙচুর করে, তারপর আবার ১০ ফেব্রুয়ারি বাড়ির পেছনে আগুন দেয় একটা দল। এ সময় আমার ফার্মের কর্মচারীদেরও হুমকি দেয় তারা। ৫ আগস্টের পরও আমাদের বাড়ি ভাঙচুর, আগুন, লুটপাট করা হয়। আমার বাবা বর্তমানে বাড়ি থাকেন না, পলাতক আছেন। তাঁর নামে একাধিক মামলা করা হয়েছে।’

মো. শাহজাহান বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং জেলা পরিষদের সাবেক সদস্য।

এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ‘ঘটনা শুনেছি। তবে কীভাবে আগুন লেগেছে, এটা নিশ্চিত করে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা