হোম > সারা দেশ > ঢাকা

পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ৩ আনসার সদস্য প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দালালদের দৌরাত্ম্য ও গ্রাহক হয়রানির অভিযোগে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সংস্থাটির এনফোর্সমেন্ট ইউনি‌টে‌র এক‌টি দল এই অভিযান চালায়। এ সময় তিন আনসার সদস‌্যকে তাৎক্ষণিক প্রত্যাহত করা হয়।

দুদকের জনসং‌যোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এসব তথ‌্য নি‌শ্চিত করেন।

তি‌নি বলেন, আজ বিকেলে দুদকের হটলাইনে আসা এক অভি‌যো‌গের পরিপ্রেক্ষিতে ছদ্ম‌বে‌শে এনফোর্সমেন্ট ইউনি‌টের এক‌টি দল অভিযান চালায়।

এ সময় দুদকের ওই দল‌টি সেবা নি‌তে আসা গ্রাহক‌দের দালালেরা হয়রা‌নি কর‌ার বিষয়‌টি প্রমাণ পায়। সে স‌ঙ্গে পাস‌পোর্ট অফিসে দায়িত্বরত তিন আনসার সদ‌স্যের সংশ্লিষ্টতাও পাওয়া যায়।

আকতারুল ইসলাম বলেন, এনফোর্সমেন্ট টিম একজন দালালকে হাতেনাতে ধরে পরিচালক প্রশাসন বরাবর নিয়ে যায়। পরিচালক প্রশাসন জানান, প্রতি মাসে তাঁদের এখানে র‍্যাবের অভিযান চালানো হয়। তিনি ওই দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ ছাড়া ওই দালালদের যোগসাজশের অপরাধে তিনজন আনসার সদস্যকে তাৎক্ষণিক প্রত‌্যাহা‌রের সিদ্ধান্ত নেন। ‌তিন আনসার সদস‌্য হ‌লেন—মো. শামীম, আজিজুর রহমান ও নূর আলম। এ ছাড়া দালাল মু‌জিবর রহমানের বিরু‌দ্ধে থানায় মামলা দা‌য়ে‌রের সিদ্ধান্ত দেয় এনফোর্সমেন্ট টিম।

পরবর্তী সময় অভিযোগের বিষয়ে বিস্তারিত রেকর্ডপত্র সরবরাহ ক‌রে এনফোর্সমেন্ট টিম। সে স‌ঙ্গে ওই টিম শিগগিরই ক‌মিশ‌নে এক‌টি প্রতি‌বেদন দে‌বে ব‌লেও জানান দুদ‌কের জনসংযোগ কর্মকর্তা।

দুদ‌কের এই অভিযান প‌রিচালনা ক‌রেন প্রধান কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক আবুল কালাম আজাদ, আফনান জান্নাত কেয়া, রুহুল হক ও সুভাষ চন্দ্র মজুমদার।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির