হোম > সারা দেশ > ঢাকা

পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ৩ আনসার সদস্য প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দালালদের দৌরাত্ম্য ও গ্রাহক হয়রানির অভিযোগে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সংস্থাটির এনফোর্সমেন্ট ইউনি‌টে‌র এক‌টি দল এই অভিযান চালায়। এ সময় তিন আনসার সদস‌্যকে তাৎক্ষণিক প্রত্যাহত করা হয়।

দুদকের জনসং‌যোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এসব তথ‌্য নি‌শ্চিত করেন।

তি‌নি বলেন, আজ বিকেলে দুদকের হটলাইনে আসা এক অভি‌যো‌গের পরিপ্রেক্ষিতে ছদ্ম‌বে‌শে এনফোর্সমেন্ট ইউনি‌টের এক‌টি দল অভিযান চালায়।

এ সময় দুদকের ওই দল‌টি সেবা নি‌তে আসা গ্রাহক‌দের দালালেরা হয়রা‌নি কর‌ার বিষয়‌টি প্রমাণ পায়। সে স‌ঙ্গে পাস‌পোর্ট অফিসে দায়িত্বরত তিন আনসার সদ‌স্যের সংশ্লিষ্টতাও পাওয়া যায়।

আকতারুল ইসলাম বলেন, এনফোর্সমেন্ট টিম একজন দালালকে হাতেনাতে ধরে পরিচালক প্রশাসন বরাবর নিয়ে যায়। পরিচালক প্রশাসন জানান, প্রতি মাসে তাঁদের এখানে র‍্যাবের অভিযান চালানো হয়। তিনি ওই দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ ছাড়া ওই দালালদের যোগসাজশের অপরাধে তিনজন আনসার সদস্যকে তাৎক্ষণিক প্রত‌্যাহা‌রের সিদ্ধান্ত নেন। ‌তিন আনসার সদস‌্য হ‌লেন—মো. শামীম, আজিজুর রহমান ও নূর আলম। এ ছাড়া দালাল মু‌জিবর রহমানের বিরু‌দ্ধে থানায় মামলা দা‌য়ে‌রের সিদ্ধান্ত দেয় এনফোর্সমেন্ট টিম।

পরবর্তী সময় অভিযোগের বিষয়ে বিস্তারিত রেকর্ডপত্র সরবরাহ ক‌রে এনফোর্সমেন্ট টিম। সে স‌ঙ্গে ওই টিম শিগগিরই ক‌মিশ‌নে এক‌টি প্রতি‌বেদন দে‌বে ব‌লেও জানান দুদ‌কের জনসংযোগ কর্মকর্তা।

দুদ‌কের এই অভিযান প‌রিচালনা ক‌রেন প্রধান কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক আবুল কালাম আজাদ, আফনান জান্নাত কেয়া, রুহুল হক ও সুভাষ চন্দ্র মজুমদার।

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু