হোম > সারা দেশ > ঢাকা

পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ৩ আনসার সদস্য প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দালালদের দৌরাত্ম্য ও গ্রাহক হয়রানির অভিযোগে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সংস্থাটির এনফোর্সমেন্ট ইউনি‌টে‌র এক‌টি দল এই অভিযান চালায়। এ সময় তিন আনসার সদস‌্যকে তাৎক্ষণিক প্রত্যাহত করা হয়।

দুদকের জনসং‌যোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এসব তথ‌্য নি‌শ্চিত করেন।

তি‌নি বলেন, আজ বিকেলে দুদকের হটলাইনে আসা এক অভি‌যো‌গের পরিপ্রেক্ষিতে ছদ্ম‌বে‌শে এনফোর্সমেন্ট ইউনি‌টের এক‌টি দল অভিযান চালায়।

এ সময় দুদকের ওই দল‌টি সেবা নি‌তে আসা গ্রাহক‌দের দালালেরা হয়রা‌নি কর‌ার বিষয়‌টি প্রমাণ পায়। সে স‌ঙ্গে পাস‌পোর্ট অফিসে দায়িত্বরত তিন আনসার সদ‌স্যের সংশ্লিষ্টতাও পাওয়া যায়।

আকতারুল ইসলাম বলেন, এনফোর্সমেন্ট টিম একজন দালালকে হাতেনাতে ধরে পরিচালক প্রশাসন বরাবর নিয়ে যায়। পরিচালক প্রশাসন জানান, প্রতি মাসে তাঁদের এখানে র‍্যাবের অভিযান চালানো হয়। তিনি ওই দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ ছাড়া ওই দালালদের যোগসাজশের অপরাধে তিনজন আনসার সদস্যকে তাৎক্ষণিক প্রত‌্যাহা‌রের সিদ্ধান্ত নেন। ‌তিন আনসার সদস‌্য হ‌লেন—মো. শামীম, আজিজুর রহমান ও নূর আলম। এ ছাড়া দালাল মু‌জিবর রহমানের বিরু‌দ্ধে থানায় মামলা দা‌য়ে‌রের সিদ্ধান্ত দেয় এনফোর্সমেন্ট টিম।

পরবর্তী সময় অভিযোগের বিষয়ে বিস্তারিত রেকর্ডপত্র সরবরাহ ক‌রে এনফোর্সমেন্ট টিম। সে স‌ঙ্গে ওই টিম শিগগিরই ক‌মিশ‌নে এক‌টি প্রতি‌বেদন দে‌বে ব‌লেও জানান দুদ‌কের জনসংযোগ কর্মকর্তা।

দুদ‌কের এই অভিযান প‌রিচালনা ক‌রেন প্রধান কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক আবুল কালাম আজাদ, আফনান জান্নাত কেয়া, রুহুল হক ও সুভাষ চন্দ্র মজুমদার।

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার