হোম > সারা দেশ > ঢাকা

রিমান্ডে ছাত্র অধিকার পরিষদ নেতা আকরাম

নিজস্ব প্রতিবেদক

ঢাকা : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশকে মারধর করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় রিমান্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল এই রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় ছাত্র অধিকার পরিষদের আরেক নেতা আকতার হোসেন কারাগারে আছেন।বুধবার দিবাগত রাত একটার দিকে আকরামকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে সংগঠনটি।

বৃহস্পতিবার বিকেলে শাহবাগ থানা পুলিশ আকরাম হোসেনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ডের আবেদন করেন এবং জামিনের আবেদন নামঞ্জুর করেন।

আকরামকে তুলে নেওয়ার অভিযোগ করে পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রাশেদ খান বলেন, দুলাভাইয়ের ফ্লাইট বাতিলের খবর শুনে তাকে বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন আকরাম। সঙ্গে ছিলেন তার এক বন্ধু। দিবাগত রাত একটার দিকে বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের ৫ নম্বর ফটকে আকরাম ট্রলি হাতে হাঁটছিলেন। এ সময় সাদা পোশাকে থাকা দুই ব্যক্তি এসে আকরামের পরিচয় জানতে চান। মুহূর্তেই সাদা পোশাকধারী আরও সাত থেকে আটজন লোক এসে আকরামের সঙ্গে কথা আছে বলে তাঁকে পাশে নিয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যান।

গত ২৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ছাত্র অধিকার ও যুব অধিকার পরিষদ রাজধানীর মতিঝিল এলাকায় বিক্ষোভ করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। মতিঝিল থেকে আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তিকে আটক করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। পুলিশকে মারধর করে আসামি আবুল কালাম আজাদকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন