হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে আধিপত্যের জেরে সংঘর্ষ, গুলিতে অটোচালক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে সনু (৩২) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

সনু নিহত হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি বলেন, মুমূর্ষু অবস্থায় সনুকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসকেরা আজ সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। সনুর পেটের দুই পাশে ১৫টির মতো গুলি লেগেছে। তাঁর মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মোহাম্মদপুর থানার পুলিশকে জানানো হয়েছে। 

সনুকে হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশী শামীম হোসেন ও সজীব আহমেদ। তাঁরা জানান, জেনেভা ক্যাম্পের ৫ নম্বর সেক্টরে থাকেন সনু। তাঁর বাবার নাম বাবুল মিয়া। ভাড়ায় ব্যাটারিচালিত রিকশা চালাতেন সনু। আজ সকাল থেকে ক্যাম্পের ভেতর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে এবং গোলাগুলি শুরু হয়। এ সময় সনু গুলিবিদ্ধ হন। 

শামীম হোসেন ও সজীব আহমেদ আরও জানান, মাদক ব্যবসায় বাধা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক মাস ধরে জেনেভা ক্যাম্পে সংঘর্ষ চলে আসছে। ৪০-৫০ জন আজ সকালে আগ্নেয়াস্ত্র হাতে বের হয়ে এই হামলা চালিয়েছে। হামলাকারীরা চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী।

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি