হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে স্ত্রীর অভিযোগে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক

ফরিদপুর প্রতিনিধি

পিস্তলসহ আটক দুজন। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুর শহরের পূর্ব টেপাখোলা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ ফয়সাল হোসেন (৩৮) ও নজরুল ইসলাম (৩৬) নামে দুই যুবককে আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে পূর্ব টেপাখোলার বাসিন্দা নজরুল ইসলামের বসত ঘরের পাশে রান্না ঘরের খরির মধ্য থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। আটকেরা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।

পুলিশ জানায়, আটক ফয়সালের স্ত্রী কামরুন্নাহার গত বুধবার কোতোয়ালি থানায় এসে অভিযোগ করেন তাঁর স্বামী ফয়সালের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাঁর বড় বোন নুরুন্নাহারের মাথায় পিস্তল ঠেকায়। এমন অভিযোগের ভিত্তিতে ফয়সাল ও নজরুলকে আটক করা হয় পরে তাদের দেখানো অনুযায়ী পিস্তল উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, অভিযোগের ভিত্তিতে ফয়সাল ও নজরুলকে আটক করে পুলিশ। পরবর্তিতে নজরুলের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় খড়ির মধ্য থাকা একটি ম্যাকজিন ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট