হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে স্ত্রীর অভিযোগে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক

ফরিদপুর প্রতিনিধি

পিস্তলসহ আটক দুজন। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুর শহরের পূর্ব টেপাখোলা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ ফয়সাল হোসেন (৩৮) ও নজরুল ইসলাম (৩৬) নামে দুই যুবককে আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে পূর্ব টেপাখোলার বাসিন্দা নজরুল ইসলামের বসত ঘরের পাশে রান্না ঘরের খরির মধ্য থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। আটকেরা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।

পুলিশ জানায়, আটক ফয়সালের স্ত্রী কামরুন্নাহার গত বুধবার কোতোয়ালি থানায় এসে অভিযোগ করেন তাঁর স্বামী ফয়সালের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাঁর বড় বোন নুরুন্নাহারের মাথায় পিস্তল ঠেকায়। এমন অভিযোগের ভিত্তিতে ফয়সাল ও নজরুলকে আটক করা হয় পরে তাদের দেখানো অনুযায়ী পিস্তল উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, অভিযোগের ভিত্তিতে ফয়সাল ও নজরুলকে আটক করে পুলিশ। পরবর্তিতে নজরুলের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় খড়ির মধ্য থাকা একটি ম্যাকজিন ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হবে।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব