হোম > সারা দেশ > ঢাকা

এমপি আনোয়ারুল হত্যা: ৩ আসামিকে ‘নির্যাতন করে স্বীকারোক্তি’, জবানবন্দি প্রত্যাহারের আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে অপহরণের মামলায় গ্রেপ্তার তিন আসামি হত্যার দায় স্বীকার করে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন। 

আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাঁরা এই আবেদন করেন।

তাঁরা হলেন  ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু, শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্যাহ সাঈদ ও তানভীর ভূঁইয়া।

তিন আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদনে বলেছেন, তাঁদের দেওয়া স্বীকারোক্তি স্বেচ্ছায় ছিল না।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালতে আসামিদের জবানবন্দি প্রত্যাহারের ওপর শুনানি হয়। এ সময় আসামিদের আদালতে উপস্থিত করা হয়। 

আসামিপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজীসহ কয়েকজন আইনজীবী শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনগুলো নথিভুক্ত রাখার নির্দেশ দেন।

আবেদনে বলা হয়, তাঁদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। স্বীকারোক্তি দিতে তাঁদের বাধ্য করা হয়। এমনকি স্বীকারোক্তি লেখা ছিল। তাঁদের ইচ্ছের বাইরে ওই স্বীকারোক্তিতে স্বাক্ষর নেওয়া হয়।

আবেদনের ওপর শুনানি শেষে অ্যাডভোকেট এহসানুল হক সমাজী গণমাধ্যমকে বলেন, আসামিরা স্বীকারোক্তি স্বেচ্ছায় দেননি। এই কারণে তাঁরা প্রত্যাহারের আবেদন করেছেন।

এদিকে আসামিদের রিমান্ডে নিয়ে নির্যাতন করার কারণে তাঁরা অসুস্থ মর্মে চিকিৎসার আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে চিকিৎসার নির্দেশ দেন।

আনোয়ারুল আজীম ভারতে খুন হওয়ার ঘটনায় গত ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় অপহরণের পর বাবাকে গুম করার অভিযোগে মামলা করেন তাঁর মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

আনোয়ারুল আজীম গত ১২ মে দর্শনা–গেদে সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য ভারতে যান। বরাহনগরের স্বর্ণ ব্যবসায়ী বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। কিন্তু ১৬ মে থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে না পারায় নিখোঁজ জানিয়ে ১৮ মে বরাহনগর থানায় জিডি করেন গোপাল বিশ্বাস। 

গত ২২ মে সকালে ভারতীয় সংবাদমাধ্যমে আনোয়ারুল আজীম খুন হওয়ার খবর আসে। এরপর তাঁর মেয়ে শেরেবাংলা নগর থানায় অপহরণের পর গুম করার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার পর বিভিন্ন তারিখে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন মেয়াদে তাঁদের রিমান্ডে নেওয়ার পর আদালতে হাজির করলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায়  করেন।

তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৮ আগস্ট: এদিকে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৮ আগস্ট দিন ধার্য করা হয়।

আজ প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা ডিবি প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি