হোম > সারা দেশ > ঢাকা

মোবাইলে পরিচয়, পরে শিক্ষিকার অন্তরঙ্গ ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরখান এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার সঙ্গে সম্পর্ক স্থাপনের পর অন্তরঙ্গ ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উত্তরখানের মাজার থেকে তাঁকে গ্রেপ্তার করেছে উত্তরখান থানা-পুলিশ। ভুক্তভোগী শিক্ষিকার করা অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম মো. আব্দুল খায়ের ওরফে জহির (৪৪)। তিনি সেনাবাহিনীর লেন্স কর্পোরাল হিসেবে কর্মরত অবস্থায় ২০১৯ সালে অবসরে যান। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার শিকারাকান্দা গ্রামের মোকছেদের ছেলে। বর্তমানে আব্দুল খায়ের ওরফে জহির গাজীপুরের গাছায় থাকেন। 

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, চার বছর আগে অপরিচিত ফোন কলের মাধ্যমে তাঁর সঙ্গে পরিচয় হয় আব্দুল খায়ের জহিরের। পরে তাঁদের মধ্যে কথোপকথনের একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সুবাদে শিক্ষিকার বাড়িতে যাতায়াত ছিল জহিরের। এ সময় তাঁদের মধ্যে গড়ে ওঠা অন্তরঙ্গ ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করেন জহির। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে শিক্ষিকার কাছে আড়াই লাখ টাকা দাবি করেন তিনি। এ ঘটনায় ওই শিক্ষিকা উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সে সময় এমন কর্মকাণ্ড আর করবেন না বলে মুচলেকা দেন গ্রেপ্তার হওয়া জহির। পরে আবার একইভাবে টাকা দাবি করলে ভুক্তভোগী উত্তরখান থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেন। 

এদিকে থানা-পুলিশের বিশ্বস্ত সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর জহিরের কাছ থেকে মোবাইল জব্দ করা হয়। সেই মোবাইলে তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও পায় পুলিশ। 

এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রেমের সম্পর্কের একপর্যায়ে অন্তরঙ্গ ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল ও টাকা দাবির অভিযোগে জহির নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে ভুক্তভোগী বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় পর্নোগ্রাফি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন