হোম > সারা দেশ > ঢাকা

সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ, থেমে থেমে যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। মহাসড়কটির সরু স্থানগুলোতে থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট। আজ শনিবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতু থেকে সিরাজগঞ্জ রোড গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ রয়েছে। 

বাসযাত্রী শামীম হোসেন বলেন, ‘যানজট তেমন না থাকায় বাড়ি ফিরতে সময় লাগবে না। তবে গাড়ির চাপের কারণে একটু সময় লাগতে পারে। বাড়ি ফিরতে পারছি এতেই খুশি।’ 

অপর যাত্রী আবুল কালাম আজাদ বলেন, ‘মহাসড়কে তেমন যানজট নেই। তবে যানবাহনের রয়েছে ধীরগতি। স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। এবার স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারছি।’ 

বাসচালক আব্দুল খালেক বলেন, ঢাকা থেকে চার ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জে এসে পৌঁছেছি। মহাসড়কে তেমন যানজট নেই। সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। এ জন্য ধীরগতিতে যানবাহন চলাচল করছে। যাতায়াতে একটু সময় লাগলেও যানজট থেকে রক্ষা পাচ্ছেন যাত্রীরা। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক আলী ও হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, গতকাল শুক্রবার রাত থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। চার লেন উন্নীতকরণ কাজ চলমান থাকায় মহাসড়কটির মুলিবাড়ী, কড্ডা, ঝাঐল ওভারব্রিজ, কোনাবাড়ী ও পাঁচলিয়া এলাকায় রাস্তা সরু হওয়ায় থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে ওই পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

অন্যদিকে, উত্তর ও দক্ষিণবঙ্গের মানুষ যে যেভাবে পারছে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে বাড়িতে ফিরছেন। যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ট্রাক, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলে বাড়ি ফিরছেন তাঁরা। 

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব