হোম > সারা দেশ > ঢাকা

সুয়ারেজের খালে পড়া ব্যক্তি ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরের কালশী এলাকায় সুয়ারেজের খালে পড়ে নিখোঁজ ব্যক্তিকে ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকাল ৯টার দিকে ওই ব্যক্তি খালে পড়ে যান। পরে তল্লাশি চালিয়ে বিকেল তিনটার দিকে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে নিখোঁজ ওই ব্যক্তিকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার। 

শাহজাহান শিকদার জানান, রাজধানীর মিরপুরের কালশী এলাকায় সুয়ারেজের খালে পড়ে যান মানিক মিয়া। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন। 

এর আগে সকাল ৯টার দিকে মিরপুরের কালশী এলাকায় ২২ তলা গার্মেন্টসের পাশে সুয়ারেজের খালে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হন। উদ্ধারের পরে মানিক মিয়াকে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। পরে তাঁকে পল্লবীর ইসলামিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিখোঁজের পর পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছিলেন, মানিক মিয়া নামের ওই ব্যক্তি একজন ভবঘুরে। তিনি এই এলাকায় প্রায়ই ড্রেনে সাঁতার কাটেন। একপর্যায়ে স্রোতের কারণে তিনি ডুবে যান।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট