হোম > সারা দেশ > ঢাকা

সুয়ারেজের খালে পড়া ব্যক্তি ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরের কালশী এলাকায় সুয়ারেজের খালে পড়ে নিখোঁজ ব্যক্তিকে ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকাল ৯টার দিকে ওই ব্যক্তি খালে পড়ে যান। পরে তল্লাশি চালিয়ে বিকেল তিনটার দিকে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে নিখোঁজ ওই ব্যক্তিকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার। 

শাহজাহান শিকদার জানান, রাজধানীর মিরপুরের কালশী এলাকায় সুয়ারেজের খালে পড়ে যান মানিক মিয়া। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন। 

এর আগে সকাল ৯টার দিকে মিরপুরের কালশী এলাকায় ২২ তলা গার্মেন্টসের পাশে সুয়ারেজের খালে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হন। উদ্ধারের পরে মানিক মিয়াকে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। পরে তাঁকে পল্লবীর ইসলামিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিখোঁজের পর পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছিলেন, মানিক মিয়া নামের ওই ব্যক্তি একজন ভবঘুরে। তিনি এই এলাকায় প্রায়ই ড্রেনে সাঁতার কাটেন। একপর্যায়ে স্রোতের কারণে তিনি ডুবে যান।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ