হোম > সারা দেশ > ফরিদপুর

সালথায় কবর থেকে উধাও হওয়া ২ লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথায় একটি কবরস্থান থেকে উধাও হওয়া দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের একটি ফসলি জমি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। লাশ দুটি প্লাস্টিকের বস্তাবন্দী কাফনের কাপড়ে প্যাঁচানো ছিল।

উদ্ধার হওয়া লাশ দুটি ওই গ্রামের কালা মোল্লার স্ত্রী মোছা. হাবিবা বেগম (৬০) এবং একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে মো. ইদ্রিস শেখের (৬৫) বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী জানান, হাবিবা বেগম ও ইদ্রিস শেখ তিন-চার মাস আগে মারা যান। পরে তাঁদের গোয়ালপাড়া কবরস্থানে দাফন করা হয়। চুরিতে ব্যর্থ হয়ে লাশ দুটি কবরস্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি জমিতে ফেলে রেখে যায়। সকালে বস্তাভর্তি লাশ কুকুরে টানাটানি করার সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। ওই কবরস্থান থেকে আরও দুটি লাশ উধাও হয়েছে বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। লাশ দুটি দেখতে মমির মতো ছিল, কঙ্কাল হয়নি। পরে ধর্মীয় বিধানমতে আবার দাফন করা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা খতিয়ে দেখছি।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ