ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের তিন মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ দুই মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিত করেন।
গত বছরের ৮ নভেম্বর কাজলের নামে থাকা পৃথক তিন মামলায় চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। পরে মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন কাজল।
যুব মহিলা লীগের নেত্রী পাপিয়াকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করায় ২০২০ সালের ৯ মার্চ রাজধানীর শেরেবাংলা নগর থানায় কাজলসহ ৩২ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মাগুরা-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর। একই ঘটনায় পরদিন হাজারীবাগ থানায় মামলা করেন ওসমান আরা বেলী এবং ১১ মার্চ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুমাইয়া চৌধুরী বন্যা কামরাঙ্গীরচর থানায় আরও একটি মামলা করেন। পরে তিন মামলাতেই কাজলের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
বুধবার কাজলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।