ঢাকা: রাজধানীর বেশ কিছু এলাকায় আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পদ্মা রেল সংযোগ লাইনের নির্মাণের কারণে টিটিপাড়া থেকে গোলাপবাগ পর্যন্ত গ্যাস পাইপলাইন জরুরি স্থানান্তর কাজের জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্র জানিয়েছে, গ্যাস সরবরাহ বন্ধের আওতায় কমলাপুর রেলস্টেশন হতে টিটিপাড়া, সায়দাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিকনগর, অতীশ দীপঙ্কর রোড, আর কে মিশন রোড, গোপীবাগ, উত্তর যাত্রাবাড়ি ও ধলপুর এলাকার সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পাশাপাশি পার্শ্ববর্তী এলাকায় স্বল্প চাপ বিরাজ করবে।