হোম > সারা দেশ > ঢাকা

উপজেলা চেয়ারম্যানদের পদত্যাগের হুমকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংসদ সদস্য কর্তৃক উপজেলা চেয়ারম্যান লাঞ্ছিত হওয়ার ঘটনায় দোষীদের শাস্তি দেওয়া না হলে উপজেলা চেয়ারম্যানরা পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্ত জানান তাঁরা। 

সংবাদ সম্মেলনে গত ১৬ জুলাই জাতীয় সংসদ এলাকায় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল কর্তৃক কুমিল্লার দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনটির সদস্যবৃন্দ। এ ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আগামী ২ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনে স্পিকারের কাছে স্মারকলিপি জমা দেবেন তাঁরা। এ ছাড়া ১৫ সেপ্টেম্বর দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানদের নিয়ে ঢাকায় সমাবেশ করার কথা জানিয়েছে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন। 

প্রকৃত ঘটনাকে আড়াল করে কৃত্রিম ভিডিওর মাধ্যমে নানা অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে প্রকৃত ভিডিওটি সংসদের সার্ভারে সুরক্ষিত রয়েছে বলে দাবি করেন বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশীদ। তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে। যেহেতু উভয়েই বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত জনপ্রতিনিধি।’ 

এ বিষয়ে ঘটনার শিকার মো. আবুল কালাম আজাদ এরই মধ্যে আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী বরাবর সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছেন বলেও জানান হারুন-অর-রশীদ। 

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

ধানমন্ডি ৩২ নম্বরে মাঝরাতে আগুন-ভাঙচুর