হোম > সারা দেশ > ঢাকা

উপজেলা চেয়ারম্যানদের পদত্যাগের হুমকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংসদ সদস্য কর্তৃক উপজেলা চেয়ারম্যান লাঞ্ছিত হওয়ার ঘটনায় দোষীদের শাস্তি দেওয়া না হলে উপজেলা চেয়ারম্যানরা পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্ত জানান তাঁরা। 

সংবাদ সম্মেলনে গত ১৬ জুলাই জাতীয় সংসদ এলাকায় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল কর্তৃক কুমিল্লার দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনটির সদস্যবৃন্দ। এ ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আগামী ২ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনে স্পিকারের কাছে স্মারকলিপি জমা দেবেন তাঁরা। এ ছাড়া ১৫ সেপ্টেম্বর দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানদের নিয়ে ঢাকায় সমাবেশ করার কথা জানিয়েছে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন। 

প্রকৃত ঘটনাকে আড়াল করে কৃত্রিম ভিডিওর মাধ্যমে নানা অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে প্রকৃত ভিডিওটি সংসদের সার্ভারে সুরক্ষিত রয়েছে বলে দাবি করেন বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশীদ। তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে। যেহেতু উভয়েই বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত জনপ্রতিনিধি।’ 

এ বিষয়ে ঘটনার শিকার মো. আবুল কালাম আজাদ এরই মধ্যে আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী বরাবর সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছেন বলেও জানান হারুন-অর-রশীদ। 

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান