হোম > সারা দেশ > ঢাকা

এক পরিবারের পাঁচজনসহ ছয় পরিবারের ১৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক পরিবারের পাঁচজনসহ ছয় পরিবারের ১৫ জন নিহত হয়েছেন। তাঁদের অধিকাংশই এ ভবনের রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলেন।

আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজে বসানো ঢাকা জেলা পরিষদের তথ্য ও নিহত স্বজনদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। 

রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন সৈয়দ মোবারক হোসেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনিসহ পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছেন। নিহতরা হলেন—সৈয়দ মোবারক হোসেন (৪৮), তাঁর স্ত্রী স্বপ্না আক্তার, দুই মেয়ে সৈয়দা ফাতেমা তুজ জহুরা কাশপিয়া (১৬), আমেনা আক্তার নূর ও ছেলে সৈয়দ আব্দুল্লাহ (৮)। 

দুর্ঘটনায় মারা যান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষিকা লুৎফুর নাহার করিম ও তাঁর মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতি তাজরিন নিকিতা। 

রাজধানীর শান্তিবাগ এলাকার বাসিন্দা পপি রায় (৩৩) দুই ছেলেমেয়েকে নিয়ে গতকাল কাচ্চি ভাইয়ে যান। ছেলে আহত হলেও আগুনে পুড়ে মারা যান তিনি ও তাঁর মেয়ে সম্পূর্ণ পোদ্দার (১২)। 

গতকালের ঘটনায় নিহত হন নাজিয়া আক্তার (৩১) ও তাঁর ছেলে আরহান মোস্তফা আহমেদ (৬), মতিঝিল এজিবি কলোনির মেহেরা কবির দোলা (২৯) ও তাঁর বোন মাইশা কবির মাহি (২১), মালিবাগের রুবি রায় (৪৮) ও তাঁর মেয়ে প্রিয়াঙ্কা রায় (১৮)। 

এদিকে আজ বিকেলে সুফিয়া নামের এক নারী তাঁর বোন ও ভাগনের খোঁজ করতে আসেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে। নিখোঁজেরা হলেন—রাজধানীর উত্তর বাড্ডার ফারহিন খান সাথী (২৮), তাঁর দুই ছেলে তাসিফ (১৪) ও নাহিয়ান (১২)। তাঁরা দুজনই খিলগাঁও সরকারি স্কুলের ছাত্র।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার