হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতুতে একদিনে রেকর্ড সোয়া ৪ কোটি টাকার টোল

মুন্সিগঞ্জ প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে ৩১ হাজার ৭২৩টি যানবাহন পারাপার করেছে। এতে মোট ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় করা হয়েছে। এটাই পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়। 
 
পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শনিবার রাত পোহালেই ঈদুল আজহা। শেষ দিনে পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ তেমন একটা নেই। মোটামুটি স্বাভাবিক রয়েছে যানবাহন পারাপার। এখন সেতুতে ৬টি লেন দিয়ে যানবাহনগুলো টোল দিয়ে নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন। আর প্রতি ১০ সেকেন্ডর মধ্যেই একটি যানবাহন টোল দিয়ে অতিক্রম করছে।

এদিকে, পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে আজ শনিবার সকাল থেকে ঈদে ঘরমুখী মানুষের বাড়তি চাপ লক্ষ্য করা যায়নি। ঈদে ঘরমুখো মানুষ বাড়ি যাচ্ছে নির্বিঘ্নে। ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের যানবাহনের চলাচলও স্বাভাবিক।  

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, এক্সপ্রেসওয়েতে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। 

পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সকাল থেকেই এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সড়কে যেন কোন রকম কোন বিশৃঙ্খলার ঘটনা না ঘটে তাই আমরা দিন রাত কাজ করে যাচ্ছি।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে