হোম > সারা দেশ > ঢাকা

ময়লার গাড়ির চাপায় শিশুর মৃত্যু: ডিএসসিসির এক চালক ও দুই পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মুগদায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় স্কুল শিক্ষার্থী মাহিন আহমেদ নিহতের ঘটনায় ওই গাড়ির প্রকৃত চালক ও দুই পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।

আজ সোমবার পৃথক অফিস আদেশে তাঁদের চাকরিচ্যুত করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

চাকরিচ্যুত চালক হলেন মো. কামাল এবং দুই পরিচ্ছন্নতাকর্মী মো. আক্তার হোসেন ও মো. আব্দুল কাদের জিলানী।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তর মুগদার মদিনাবাগ সড়কে ডিএসসিসির একটি ময়লার গাড়ির চাপায় স্কুলছাত্র মাহিন আহমেদ গুরুতর আহত হন। রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাহিন মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। পরে ডিএসসিসির মেয়র জানান, ওই সময় গাড়িটি চালাচ্ছিলেন ভাড়ায় খাটা এক চালক। প্রকৃত চালক বিনা অনুমতিতে তাঁকে বদলি কাজ দিয়েছিলেন।

এ ব্যাপারে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, ‘সেদিন ওই ময়লার গাড়ি যিনি চালাচ্ছিলেন তাঁর নাম রুবেল। ঘটনার পরেই ওই চালককে গ্রেপ্তার করে মুগদা থানা–পুলিশ। প্রকৃতপক্ষে গাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিলে কামালকে। তাঁর নামের বরাদ্দ দেওয়া গাড়িটি অন্যকে দিয়ে চালানোর অপরাধে কামালকে চাকরিচ্যুত করা হয়েছে।’

অফিস আদেশে বলা হয়েছে, সেদিন ওই গাড়িতে সহায়ক কর্মী হিসেবে ছিলেন অঞ্চল–৫–এর পরিচ্ছন্নতাকর্মী আক্তার হোসেন। তিনি অনুপস্থিত থাকায় সেই গাড়িতে দায়িত্ব পালন করেন আব্দুল কাদের জিলানী। জিলানী তাঁর খালাতো ভাই রুবেলকে দিয়ে গাড়িটি চালাচ্ছিলেন। তাই পরিচ্ছন্নতাকর্মী হিসেবে আক্তার উপস্থিত না থাকা এবং সিটি করপোরেশনের কর্মী না হওয়া সত্ত্বেও রুবেলকে দিয়ে গাড়ি চালানোয় দায়িত্বে চরম অবহেলা হয়েছে। তাই এই দুই পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না