হোম > সারা দেশ > ঢাকা

কমলাপুর রেলস্টেশনে কড়াকড়ি

বিশেষ প্রতিবেদক, ঢাকা

আর দশটা দিনের মতোই চিত্র দেশের প্রধান রেলস্টেশন কমলাপুরে। হুইসেল দিয়ে ট্রেন থামছে, নামার জন্য উদ্‌গ্রীব যাত্রীরা। লাল জামা পরে ছোটাছুটি কুলিদের। তবে পার্থক্য শুধু পুলিশ আর গোয়েন্দা (ডিবি) জ্যাকেট পরিহিত কয়েকটি দলের নজরদারিতে। সন্দেহ হলেই তাঁকে তল্লাশি করছেন ডিবি সদস্যরা।

আসছে ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ সামনে রেখে গতকাল বুধবার থেকেই কড়াকড়ি শুরু হয়েছে কমলাপুরে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় তল্লাশি।

সিলেট থেকে আসা এক তরুণকে তল্লাশি করছিলেন ডিবি সদস্যরা। তাঁর চোখমুখে রাজ্যের বিরক্তি। সাংবাদিক দেখে বললেন, ‘কী একটা অবস্থা!’ 

রেলওয়ে ডিবির পরিদর্শক আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ সামনে রেখে আমাদের নজরদারি বেড়েছে। ট্রেন আসার পরে আমাদের সদস্যরা সন্দেহভাজনদের চেক করছেন। এটা কয়েক দিন চলবে।’

ট্রেন থেকে নেমে তল্লাশীর মুখে পড়া ব্যবসায়ী তারেক হোসেন বলেন, ‘চেক করবে ভালো কথা, কিন্তু হয়রানি যেন না করে। এটাই চাওয়া।’ 

রেলওয়ে থানার ওসি ফেরদৌস বিশ্বাস বলেন, ‘আমাদের চারটি টিম ভাগ হয়ে কাজ করছে।’ 

গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলটির অনির্ধারিত সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বিএনপি এক কর্মী নিহত হন। তারপর থেকেই সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। 

এদিকে গতকালের ঘটনা এবং ১০ ডিসেম্বরের সমাবেশ সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

গতকাল থেকেই কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এই সড়কে কোনো যানবাহন চলছে না। সরকারি চাকরিজীবীরা আইডি কার্ড দেখিয়ে তারপর চলাচলের অনুমতি পাচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঝুলছে তালা। 

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১